মাউসের ব্যাপারে সাহায্য চাই

প্লীজ আমাকে আপনারা একটু সাহায্য করুন খুব জরুরী দরকার।

আমার পিসির মাউসের সমস্যা কি কিছুই বুঝতে ছিনা। প্লীজ পারলে আমাকে একটু হেল্প করেন।

  1. আমার মাউস মাঝে মাঝে নিজে নিজে রেনডোমলি রান এবং ক্লিক করে
  2. মাঝে মাঝে এক জায়গায়  হ্যাং হয়ে থাকে এবার কিছুক্ষণ পর এবার ঠিক হয়ে যায়
  3. আবার মাঝে মাঝে পুরা পিসি হ্যাং হয়ে যায়। তখন পিসি রিস্টার্ট ছাড়া আর কোন উপায় থাকেনা

এইতো এই সাহায্যটি চাওয়ার আগেই একটি টিউন করতে বসছিলাম কিন্তূ মাউস বাবাজীর কারনে পিসি হ্যাং হয়ে গেছে তখন আর কি করার পিসি রিস্টার্ করলাম আর টিউনটিও হারালাম এবং দুঃখের বিষয় টিউনটি ৯৯% কমপ্লিট হয়ে গেছিল।

  • এখন আমার প্রশ্ন হল
  1. মাউসের কি হল ?
  2. মাউস কি নষ্ট হয়ে গেছে ?
  3. নাকি পিসিতে ভাইরাস অ্যাটাক করল ?

বা আর কোন সমাধান ?

আর আমি অ্যাভাস্ট এন্টিভাইরাস ব্যবহার করি। ভাইরাস স্ক্যান করে দেখি কোন ভাইরাস নাই।

কি করার একটু সাজেসান দেন ।

আল্লহ হাফেজ।

Level 0

আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 869 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এটি যতটুকু মনে হচ্ছে Mouse এর কোনও সমস্যা নয়। Virus জনিত সমস্যা।
আপনার Windows এর কপি original হয়ে থাকলে Microsoft Security Essential (এটা Free) দিয়ে scan করে দেখুন। অথবা অন্য কোনও registered Anti-Virus দিয়ে স্ক্যান করুন। আশা করছি সমস্যার সমাধান হবে।
আর যদি registered কিছু না থেকে থাকে তো Windows টি নতুন করে ইন্সটল দিন এবং দেখুন সমস্যার সমাধান হয় কিনা।

Ai problem ta amar o hoisilo ami pore eset nod dia scan dia thik korci

Level 0

apni AVG 2012 use korun, thik hoy jabe