সমস্যা আমার পিছু ছাড়ে না…সাহায্য চাই (ভিডিও ফাইল সংক্রান্ত সমস্যা)

দীর্ঘ তিন সপ্তাহ অসুস্থ থেকে সুস্থ হবার পর খুব উৎসাহ নিয়ে ল্যাপ্টপ এ বসলাম...যে ইউটিউব থেকে কিছু নতুন মিউজিক ভিডিও নামাবো, নামিয়েছি...কিন্তু যখন দেখতে গেলাম তখন বুঝলাম কিছু একটা কাহিনী আছে। কাহিনীটি হচ্ছে আমি যেই ফোল্ডার এ ভিডিও গুলো নামিয়েছি ওই ফোল্ডার টি যখনই ওপেন করছি আমার উইন্ডোস হ্যাং করছে, আমার ফাইল গুলো সব .flv ফরম্যাটে আছে আর ফোল্ডারটি (F:) ড্রাইভ এ রয়েছে। ট্যাস্ক ম্যানেজার গিয়ে দেখলাম আমার CPU Usage 100% দেখাচ্ছে কিন্তু আমি তখন নেট ব্রাউজ ছাড়া অন্য কোন কাজই করতে ছিলাম না, আর হ্যাঁ আমার ভিডিও এর ফোল্ডার টি ওপেন করা ছিলো যা নরমালই ক্লোজ করা যাচ্ছিলো না। আমি মনে করলাম ফাইল গুলোতেই হয়তো কোন সমস্যা থাকতে পারে এর জন্যে ডিলিট করার চেষ্টা করলাম...কিন্ত পাস করতে পারিনি ১০০ তে ০ পায়েছি। এরর মেসেজ দেখাচ্ছে যে আমার ফাইল গুলো এখন অন্য কোন প্রোগ্রাম ইউজ করছে এর জন্যে ডিলিট করা সম্ভব নয়। আমি তখন মনে করলাম হয়তো ভাইরাস এর কারনে এমন হতে পারে, এর জন্যে ক্যাস্পারস্কি ১২ (রেজিস্স্টার্ড ভার্সন) দিয়ে পিসি পুরো স্ক্যান দিলাম, একটা ভাইরাসও পায়নি।আমি বিভিন্ন ব্লগ ঘেটে এর কারন বের করার চেস্টা করেছি। কেউ বলেছে কুইক টাইম প্লেয়ার বা যেকোন অ্যাপেল প্রোডাক্ট এর জন্যে সমস্যাটি হয়। আমার পিসিতে কুইক টাইম প্লেয়ার ইন্সটল করা ছিলো তাই ওটা আন-ইন্সটল করলাম কোন কাজ হয়নি। আবার কোন ব্লগ এ ছিলো কোডেক এর জন্যে প্রবলেমটি হয় কোডেক ইন্সটল করে ডিফল্ট প্লেয়ার হিসেবে ভি এল সি চালাতে। আমি কে লাইট মেগা কোডেক প্যাক ( 7.1.0.0) ইউজ করি আর ভি এল সি (1.1.11) ইউজ করছি। ব্লগ এর কথা মতো দুটোই আন-ইন্সল করে নতুন করে ইন্সটল করলাম কিন্তু এখনো কোন উপকার পাইনি।ভাইয়ারা কি কারনে সমস্যাটি হতে পারে আর এর সমাধান কি এটা জানতেই আবার আপনাদের নিকট হাজির হয়েছি। আমার ল্যাপটপ এর মডেল ও কনফিগারেসন্স (যদি কোন কাজে আসে)

HP CQ42-126 TU

Microsoft Windows XP

Professional

Version 2002

Service Pack 2

Pentium (R) Dual-Core CPU

T4500 @2.30GHz

2.29 GHz. 1.93 GB of RAM

Physical Address Extension

 

বিঃ দ্রঃ আমি হার্ডডিস্ক ডিফ্রাগমেন্ট করে, এরর চেক করে আর টেম্প ক্লিন করেও কোন উপকার পাইনি

Level 0

আমি sid khan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Safe Mood a try korechen? Safe Mood a maybe kaj hobe.
na hole onno akti HDD dia boot kore apnar oi drive theke Folder ti delete kore den.
ar amybe apnar Folder thumbnails preview te..seta off kore try koren.

    Level 0

    @মাহিন: ধন্যবাদ ভাইয়া, সমস্যাটা এবার আমার কাছে পরিস্কার হয়েছে। থাম্বনেইল প্রিভিউ বন্ধ করে দিয়েছি, এখন পুরো মাখনের মত চলছে।

এটা ফ্যাক্ট না। উইনডোজ নিজে থেকে FLV এর প্রিভইউ দেখাতে পারেনা, কিন্তু চেষ্টা করতে যেয়ে হ্যাং মেরে বসে। তাই পারলে থাম্ব প্রিভইউ বন্ধ করে দিন।

    Level 0

    @মিনহাজুল হক শাওন: ভাইয়া আপনাকে আর নতুন করে কি বলবো? আমার ৯০% সমস্যার সমাধান তো আপনার কাছ থেকেই পেয়ে যাই তাও আবার যথার্থ কারন সহ।
    যা আমি প্রায় ১৫-২০ টা ব্লগ ঘেটেও এর কারন জানতে পারি নাই।অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Level 0

uninstall apple itunes and quicktime and goto windows/system32 delete any quicktime files like QuickTime.qts . u can use vlc for viewing.

    Level 0

    @Ali Reza: ভাইয়া, কাজটা করে ছিলাম…আমি আমার পোস্টেও উল্লেখ করেছি…কোন সুবিধা পাইনি। সমস্যার তুলনায় আমার পোস্টটা মনেহয় একটু বড় হয়ে গিয়েছে এর জন্যে হয়তো আপনি খেয়াল করেননি, তবুও ধন্যবাদ পাশে দাড়াবার জন্যে।

সব জ্ঞানী জ্ঞানী ভাইরা Sid khan ভাইকে আগে বুদ্ধি দিয়া দিছে, আমি আগে পাইলে কম্পু Formate দিতে বলতাম । হা হা হা ।

    Level 0

    @খোকন: কিন্তু সমস্যাটা যে হার্ডডিস্ক ফরম্যাট অথবা উইন্ডোজ নতুন করে দেয়ার পর্যায়ের কিছু ছিলো না তা আমি বিভিন্ন সাইট এবং ব্লগ ঘেটে আগেই জেনেছি…কিন্তু এটা সত্য যে কোথাও যথাযথ সমাধান পাইনি…আর আমি সাধারনত কোন সমস্যার মূলে না যাওয়া পর্যন্ত হার্ডডিস্ক ফরম্যাট দেই না…বেশির ভাগ ক্ষেত্রেই ওটা ১০০ তম সমাধান…এর আগে অবশ্যই ৯৯টা সমাধান থাকে…(আমি এটা মেনে চলার চেষ্টা করি) তারপর ও আপনাকে ধন্যবাদ ১০০তম সমাধানটি দেয়ার জন্যে…হাঃ হাঃ হাঃ