কোন কারণ ছাড়া ব্যান্ডউইথ টানছে, ডি ইউ মিটার কি ভুল দেখাচ্ছে নাকি অন্য কিছু করছে কিউবি?????

আমি কিউবি ব্যাবহার করি। ৩জিবি ২৫৬ কে বি পি এস। লিমিটেড নেট তাই প্রায় সময় মেয়াদের আগেই শেষ হয়ে যেত।যদিও ডাউনলোড বা আপলোড তেমন একটা করতাম না বললেই চলে। তাই কদিন আগে থেকে ডি ইউ মিটার ব্যাবহার করা শুরু করলাম। গতকাল অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করলাম। আমার ল্যাপ্লিতে অন হওয়ার সাথে সাথে নেট অটো কানেক্ট হয়। এরপর যখন বিভিন্ন সাইটে ঢুকি তখন স্বাভাবিকভাবেই ডাটা ট্রাঞ্জেকশন হবে। তার পরে শুরু হয় আসল সমস্যা। সব ধরনের ব্রাউজার, এন্টিভাইরাস ও অন্যান্য আপডেট বন্ধ করার পর ও নেট ২০০-২৫০ কে বি পি এস স্পীডে ডাটা কোথায় হাওয়া হয়ে যেতে থাকে।

কাষ্টমার কেয়ারে ফোন দিলে তারা বলে আমার আইডি পাসওয়ার্ড কেঊ জানে কিনা??? আমি স্বাভাবিক ভাবেই বললাম না। আমি উল্টা জিজ্ঞেস করলাম এইরকম ব্যাবহার করা যায় কিনা??? উনি বললেন না (যদিও আমি আমার কাজিনের আইডি পাসোয়ার্ড দিয়ে ব্যাবহার করেছি)।পার্সওয়ার্ড পরবর্তন করেও দেখলাম। নাহ যেই লাউ সেই কদু। পরে উনি বললেন আমার ডি ইউ মিটারে নাকি সমস্যা !!!!

আমি আরো কিছু তথ্য দিচ্ছিঃ (my.qubee.com.bd)

#আমার গত দুইদিনের ব্যাবহার দেখাচ্ছে ২৩৩ মেগাবাইট।

#গতকাল মানে ০৬-১০-১১ এর ব্যাবহার ৯৭ মেগাবাইট (ওইদিন রাত ১২টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত ২৪ ঘন্টা)

#আজ রাত বারোটা থেকে এখন পর্যন্ত ১৩৬ মেগাবাইট (আমি খালি ৩ মেগাবাইটের দুইটা ফাইল ডাউনলোডাইছি বাকিটা কি করছি আল্লাহ মালুম)

আমার প্রশ্ন হলোঃ

  • কম্পিউটারের সফটওয়্যার আপডেট(যদি হয়ে থাকে) কি টাস্ক ম্যানেজারে শো করে না???
  • ডি ইউ মিটার কি ভুল রিডিং শো করে?
  • কোন আপডেট চলছে কিনা তা কিভাবে বুঝবো???

সাহায্য বিভাগে দিইনি কারণ সকলের ব্যাপারটা নজরে আসবে না। কেউ পারলে সাহায্য করবেন। ধন্যবাদ।

এরকম সাহায্য/জিজ্ঞাসা জাতীয় পোস্ট "সাহায্য/জিজ্ঞাসা" বিভাগে পোস্ট করুন, মডারেটর কর্তৃক বিভাগ পরিবর্তন করে দেয়া হলো... - মডারেটর

Level 0

আমি মাকসুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 208 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

পরে উনি বললেন আমার ডি ইউ মিটারে নাকি সমস্যা !!!!———–koi jai???????
nijeder dosh dhakar jonno manush koto mittha bolte pare ,chinta kore dekhen, customer (khoar)e phone dienna ,shudhu shudhu taka nosto hobe, oder office e jea oderke jhari den
ki ar korben bro? jei connection e niben shob chor, Govt. jodi koyekjon shot manush ke ei sector tate fit korto ,tahole ar ei problem gulo thakto na

    @learner: ফোন দিয়ে আসলে কোন লাভ নেই। আমাদের সবই এরা আসলে লুটেপুটে খাবে। ধন্যবাদ , কমেন্ট করার জন্য

Level 0

apni tune ti সাহায্য/জিজ্ঞাসা bivage korben to,

ei nie onek সাহায্য/জিজ্ঞাসা hoyche, apni egulir comment gulo dekhte paren,,

but those r not solved

    @Jonty: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আমি টিটিতে মোটামুটি বহুদিন ধরে আছি। আমি জানি পোষ্টটী সাহায্য বিভাগে দেওয়া উচিত ছিল । “এই নিয়ে অনেক সাহায্য ও জিজ্ঞাসা হয়েছে” আপনি উল্লেখ করেছেন। কিন্তু এর সমাধান কি কেউ কি চিন্তা করেছেন????

    সমাধানের জন্য ব্যাপারটা সকলের চিন্তা ও সমাধানের জন্য সকলের সুচিন্তিত মতামত দরকার। নাহয় এই কোম্পানীগুলো আপনার আমার হাড় চিবিয়ে খাবে

Level 0

ভাই, এই সমস্যা আমি Bangla lion এও পেয়েছি। তাদের ব্যাখ্যা হচ্ছে আমার modem নাকি তাদের server এর সাথে সংযুক্ত থাকার জন্য নিজদের মধ্যে তথ্য আদান প্রদান করে!!! আমার মনে হয় এরা কোন সিস্টেম করে রেখেছে যাতে ব্যবহারকারীদের Use Limit তাড়াতাড়ি শেষ হয়।

    @SamuraixBD: আর কইয়েন না ভাই। সাহায্য বিভাগে থাকতে থাকতে এর আর কোন সমাধান হবে না

আমার বাংলালায়ন এ একই সমস্যা। ওরা বলে আমার কম্পিউটার ব্যাকগ্রাউন্ডে আপডেট করে? কি আর করবো। সব চোরের দল। যখন জিপি ইউজ করতাম তখন এ সমস্যা ছিলনা। তখন কি কম্পিউটার আপডেট করেনা। কাকে কি বলবো ভাই। গরীবের বউ সবার ভাবী।

Level 2

গরীবের বউ সবার ভাবী।

Level 0

ভাই আপনাকে আমি তাহলে সমস্যার সমাধান দেই। আমারো একই সমস্যা হইসিল। আমি নরটন ২০১১ ১১০০/- টাকা দিয়ে কেনা এন্টি ভাইরাস ব্যবহার করি। সমস্যার সাথে বাংলা লায়ন বা কিউবির কোন সম্পর্কই নেই। এইটা খুবই জটিল একটা ভাইরাস যা কোন এন্টি ভাইরাসই ধরতে পারেনা। এটার একমাত্র সমাধান সম্ভবত উইনডোজ ইন্সটল করা! উইনডোজ ইন্সটল করা আমার জন্য খুবই বিরক্তি কর কারন এতে সব সফটওয়্যার আবার ইন্সটল করা লাগে। আমার ১ মাসে প্রায় ৬ গিবি নষ্ট হইসিল। উইনডোজ ইন্সটল করার পরে ঠিক হয়ে গেসে।

Level 0

apni ak kaj korun, somadhan peyechi

jatota paren kom back up niye apni notun kore windows format (10 minute er kaj) diye first ei AVG 2012 internet security install kore sob driver software install korun, ar format hoy jaoar por apni RUN e giye msconfig.msc type kore dekhun Autometic updates ache, otate right click kore properties e giye disable korun,diye com restart din,

mone hoy kichuta rehai paben r avg ta roj update korun. tateo na hole janaben, r aIDM, erokom sob aro soft er autometic update ta bondho rakhar chest korun

Level 0

start task manager> Performance tab> Reource monitor( under the graph)> network(last tab)
here u may see where to use your network resource. my this help