ল্যাপটপ কিনব! সাজেস্ট করুন!!

অনেকদিন পর আবার কিছু লিখার সময় পেলাম। যদিও নিজের সাহায্যের জন্য লিখছি। পরীক্ষা আর ঈদ এর কারণে লিখা হয় না। সামনের মাসে আবার পরীক্ষা আছে। আশা করি তার আগ পর্যন্ত নিয়মিত হতে পারব। আমি ল্যাপটপ কিনতে চাচ্ছি। আমার কাছে যখন এই ধরনের সাজেশন চাইত তখন আমি নিজেও বলতাম ডেল বা আসুস কিনুন। যদিও আসুসের উপর আমার আলগা টান আছে!! 😛 😛 😛 এখন আমি নিজে এই ব্যাপারে কনফিউজড। আমার পরিচিত যারা ডেল বা আসুস কিনেছে তারা এখন পর্যন্ত সমস্যাতে পড়েনি। তাই আপনারাই বলুন কোনটা ভাল হবে?? আসুস বা ডেলের কোন প্রব্লেম আছে কিনা?? আপনাদের উত্তরের প্রত্যাশায়।

Level 0

আমি ভূত রাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 151 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বিবেকের দংশনে মরে গিয়ে আজ ভূত আমি?? আপনি??


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Ami blbo apple kinun.Bt asus er theke samsung better lage amar.Gd luck bro:)

    Level 0

    @সরোয়ার জাহান আসিফ: আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ। কি করব ভাই বলুন!! বাজারে আপেল এর দাম ১২০ টাকা কেজি হলেও আইটি ক্ষেত্রে আপেল এর দামের কাছে যাওয়ার মত সাধ্য আমার নাই। 🙁 🙁 🙁

Level 0

i have bought a new asus laptop last year and found battery & DVD-ROM is not ok after 2 weeks. vendor (Global Brand) replaced battery after 1 week but they tooks more than 3 month to replace DVD rom.
LCD of my another ASUS Laptop (EEE PC) become blank after 1.5 years.
Battery of All Dell laptop bought by my company was down immediately after warranty period.
best option for Bangladesh is HP or Toshiba.

    Level 0

    @abcd: এইচপির সমস্যা এইটা এমন একটা বস্তু যেটা চুলার মত গরম হয়!!!! আর তোশিবা সম্পর্কে বেশী কিছু জানার সৌভাগ্য আমার হয় নাই। একটু যদি এর প্রোডাক্টগুলি সম্পরকে ডিটেইলস বলতেন?

ডেল আমার পছন্দ, বেশীরভাগই ডেল কিনতে বলবে। সুবিধা বলি

– ম্যাক, উইনডো, লিনাক্সে সমস্যা ছাড়াই চলে।
– বায়োসে অনেক ফিচার (ইচ্ছামত যেকোন ডিভাইস চালু/বন্ধ রাখা)
– AHCI মোড যাতে আপনার হার্ডডিস্ক সুরক্ষিত থাকে।
– ব্রাইটনেস কমালে টানা ৩ ঘন্টা+ ব্যাকআপ দেয়
– ইনটেল সেকেন্ড জেনারেশান প্রসেসর নিলে পাওয়ার কমাতে জিপিউ সুইচ সুবিধা
– চরম ডিজাইন
– নাম্বার প্যাড সহ কীবোর্ড
– অসাধারণ টাচপ্যাড
– সিগেট বা ওয়েস্টার্ণ ডিজিটালের ডিস্ক
– এইচপি এর চেয়ে কম গরম হয়

    Level 0

    @মিনহাজুল হক শাওন: শাওন ভাই আপনার কমেন্ট পাইয়া নিজেরে ধন্য মনে করলাম। সুবিধাগুলো ভাল লাগল। ডেল মাথায় আছে। তবে মাঝে শুনলাম ডেলের ল্যাপিগুলোতে নাকি গ্রাফিক্সের সমস্যা ছিল। ওটা কি ঠিক হইছে?? জানলে প্লিজ জানাইয়েন। 😀 😀

      @rfahat: কথা তো অনেকই শোনা যায়, দোকান থেইক্কা কিনলে ওরা না পারে ঠিকমত কনফিগার করতে, মাইনষ্যে হাই রেজু আর অ্যান্টিএলাইজিং অন কইরা গেম খেললে তো বারোটা বাজবেই। ল্যাপি হইল শখের + প্রয়োজনের জিনিস। আদর কইরা ব্যবহার করা দরকার। ঠিক রাখলে আসুস ২ বছরেও কিসসু হয়না, আবার অত্যাচার করলে ২ মাসেই ব্যটারী যায়।

      আমার ডেল, এটিআই ৪৬৫০ গ্রাফিক্স কার্ড। আপাতত কিছু হয়নাই। আল্লাহ’র রহমতে এখনো ২.৩০-৩ ঘন্টা ব্যাকআপ পাই। লিনাক্সে আরো বেশী যায়।

    Level 0

    @মিনহাজুল হক শাওন: কথা যা বলছেন সত্য বলছেন!! 🙂 🙂 আমিও গেম খেলুম তবে খালি FIFA, PES, NFS, Call of Duty এই টাইপের গেমগুলা। আর আমি টুকটাক ফ্রীল্যান্সিং করব এই আরকি। তাইলে ডেল এ নিব কি বলেন?? না আবার এই গেমগুলা খেললে সমস্যা আছে?? আরেকটা কথা ৪০০০০ টাকায় ডেল বা আসুসের Cor i3 পাওয়া যাবে না?? কি বলেন?? :/ :/ :/

      @rfahat: ডেডিকেটেড কার্ড সহ নিলে অবশ্যই ৫৫-৬০ হাজার পড়বে, কনফিগারেশান মারাত্মক যা আগামী ৩/৪ বছরে পুরান হবেনা। ৪০ এর মাঝে সেকেন্ড জেনারেশান কোর আই৩ পাওয়া যাবে, সেটাই ইনটেল এইচডি গ্রাফিক্স লাগানো থাকে যা দিয়ে মোটামুটি মানের গেম সহজে খেলা যায়। তবে লক্ষ্য রাখা দরকার যে ল্যাপিতে পরে কার্ড লাগানো যাবেনা। তাই একটু দেরী হলেও ধৈর্য নিয়ে কেনা ভালো। আমার পছন্দের সাজেশান ডেল এন৫১১০। কোর আই৫ সেকেন্ড জেনারেশান, এনভিডিয়া জিটি৫২৫ (২.৫জিবি উইথ মেমরি শেয়ার, ডেডিকেটেড ১গিগা), ৬৪০গিগা হার্ডডিস্ক, ইউসবি ৩.০। আর কিছু বলার নাই। দাম ৬০ হাজার। গ্রাফিক্স ছাড়া নিলে ৫০-৫৫ হাজারেই এই হবে।

    Level 0

    @মিনহাজুল হক শাওন: ধন্যবাদ শাওন ভাই। আসলে গেম খুব বেশি খেলা হবে না। আর বাজেটও বাড়াতে পারছি না। কারন ফরেক্স এ রানিং থাকার জন্য একটা গ্যালাক্সি ট্যাবও কিনতে হতে পারে!! তাই এই আরকি। শুধু অই গেমগুলো ১ ঘন্টার বিনোদনের জন্য!! 😛 😛 আসলে কাজ করার জন্যই ল্যাপিটা কিনতে চাচ্ছি।

    Level 0

    @মিনহাজুল হক শাওন: http://www.dell.com/hk/en/p/inspiron-14-intel-n4020/pd.aspx এই মডেলটা ভাল লাগল। কেমন হবে ভাই???

Level 0

Dell:)
Dell:)

    Level 0

    @Abir: মন্তব্যের জন্য ধন্যবাদ। ডেল- ২, স্যামসাং- ২

Level 0

Apple Sob Theke Best But Price Onek High. Amar Kache Samsung E Valo Lage. Good Luck Bro

    Level 0

    @Babor: ধন্যবাদ। বাজারে আপেল এর দাম ১২০ টাকা কেজি হলেও আইটি ক্ষেত্রে আপেল এর দামের কাছে যাওয়ার মত সাধ্য আমার নাই। 🙁 🙁 🙁 🙁 🙁

Level 0

আমি আপনাকে বলবো নেটবুক কিনলে তোশিবা কিনুন। আর ল্যাপটপ কিনলে স্যামসাং কিনুন।

    Level 0

    @CarzonBD: ভাই আপনারে ধন্যবাদ। নেটবুক নেওয়ার ইচ্ছা নাই। আর স্যামসাং এর মডেল পছন্দ হচ্ছে না!! 🙁 🙁

doel kine sorboprothom desh k dhonno korun

    Level 0

    @sohidujjaman-khan: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমিও এই চিন্তা করেছিলাম। কিন্তু দোয়েল আসবে সামনের মাসে আর আমার তো কাজ চালাতে হবে!! তাই ইচ্ছা থাকা সত্ত্বেও কিনতে পারছি না। তবে আমার ছোট ভাইকে বলেছি ও যদি পঞ্চম শ্রেণীতে বৃত্তি পায় তবে ওকে ল্যাপি দিব। তখন ওকে দোয়েলই দিব! 😀 😀 😀 😀

sony…

ভাই কিছু মনে করেন না যদি পারেন ডেল Inspiron বাদে কিনেন ।আমি computer source e job করি so আমি জানি প্রতিদিন কত dell Inspiron এর problem ache. Fujitsu কেউ মনে হই লাইক করেন না ।

    Level 0

    @হিমেল: কি বলেন ভাই। কিনে ফেললাম ত!!! ইশ আপনি আগে বলবেন না?? দেখি আল্লাহ যা করে!!!

Level 0

ভাই ডেলই বেস্ট । ডেল কিন্তু অন্যদের মত ডাইল মারব না । কিনা ফালাই দেন ।