সাহায্য চাই।Help।সাহায্য চাই

আস-সালামু-আলাইকুম।

সবাই কে ঈদের প্রাণ ঢালা শুভেচ্ছা।

আমি ৩ দিন আগে আমার বাসার জন্য একটা হেলোজেন লাইট কিনে এনেছি।৫০০ওয়াট এর।লাগানোর পর দেখি যে ৫০০ওয়াট একটু বেশি হয়ে গিয়েছে।৩০০ওয়াট হলে ঠিক হত।

এখন আমার প্রশ্ন হলো আমি কি ফ্যান এর রেগুলেটর দিয়ে ৫০০ওয়াট এর হেলোজেন লাইট এর আলো কমানো/বাড়াতে পারবো?কারন ফ্যান ৮০ থেকে ১২০ওয়াট বিদ্যুৎ খরচ করে।আর হেলোজেন লাইট টা ৫০০ওয়াট এর।

কিন্তু ২টাই ২০০-২৪০ভোল্ট এর।

Level 0

আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

হ্যা

আপনার টিউনটি “সাহায্য/জিজ্ঞাসা” বিভাগে স্থানান্তর করা হল। টেকটিউনস বান্ধব যেকোন সাহায্যের জন্য দয়া করে “সাহায্য/জিজ্ঞাসা” বিভাগটি ব্যবহার করুন।

একটা ফ্যান আর একটা হিলিয়াম লাইট কত অ্যাম্পিয়ার কারেন্ট টানে সেটা খেয়াল করেন ভাই। ফ্যান খুব অল্প কারেন্ট টানে, প্রায় ৩৫০-৫০০ মিলিঅ্যাম্পিয়ার। আর লাইট টানবে ১-২ অ্যাম্পিয়ার। এই এত কারেন্ট সাধারণ রেগুলেটর দিয়ে গেলে কয়েল আস্ত থাকবে?

আমার মনে হয় আপনি এটা করতে পারবেন না কেননা রেগুলেটার দিয়ে তো কেবল রোধ বাড়ানো কমান যায় অর্থাত্ আপনি এটি দিয়ে ভোল্ট নিয়ন্ত্রন করতে পারবেন পাওযারকে নয়