সাহায্য চাই, পেপাল ও পেওনার সম্পর্কে, আমার একটি এক্টিভেট পেওনার প্রিপেইড মাস্টার কার্ড আছে, সেটি... অারিফুল হক
অভিজ্ঞ ভাইদের সাহায্য চাচ্ছি -সমস্ত ফাইল ও ফোল্ডার এক্সটেনশন পরিবর্তন হয়ে EXE ফরম্যাট হয়ে গেছে subro82
আপনি জদি ইউটিউবার হোন তাহলে এই টিউনটি আপনার জন্য আপনার চ্যানেলের মনিটারাইজ অন করতে পারছেন... বাঁধন হারা হারা
গ্রাফিক্স চাএদ নিয়ে জানতে হলে দেখে নিন এখানে https://www.techtunes.io/hardware/tune-id/70970/
কোর ক্লক মানে হল গ্রাফিক্স কার্ড এর প্রসেসর কত দ্রুত কাজ করে।
মেমরি ক্লক মানে কার্ড এর মেমরি বা ভিডিও র্যাম কি হারে ডাটা থ্রো করতে পারে।
শেডার ক্লক শুধু এনভিডিয়া কার্ড এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা জিপিএই আর মেমরি কে কন্ট্রোল করে আউটপুট কে কম বেশি করে।
ওপেন জিএল মানে গ্রাফিক্স লাইব্রেরি। এটা কিছু প্রিডিফাইনড ফাংশন, যা ভিডিও কে আরো দ্রুত ফিল্টার করে।
মেমরি বাস মানে কার্ড একক সময়ে কতটুকু মেমরি নিয়ে কাজ করে। বাস বেশি নেওয়া ভালো।