টেকি ভাইদের কাছে সাহায্য কামনাঃ ইউপিএস নিয়ে সমস্যায় আছি

বিদ্যুৎ চলে গেলে মাঝে মাঝে কম্পিউটার রিস্টারট নেয়। তো চিন্তা করলাম ব্যাকাপও কমে গেছে হয়তো ব্যাটারির সমস্যা। ইউপিএস এর ব্যটারি চেঞ্জ করলাম। ব্যটারি চেঞ্জ করার পর ব্যাকাপ বারলেও রিস্টারট সমস্যার সমাধান হয়নি। ফুল চারজ, প্রায় ৪৮ ঘন্টা চারজ দেয়ার পরও হঠাৎ হঠাৎ কম্পিউটার রিস্টারট নেয়। টেকটিউনসের টেকিভাইদের কারও কাছে এর সমাধান থাকলে দয়াকরে সাহায্য করবেন।

Level 0

আমি ধূমকেতু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কম্পিউটার রিস্টার্ট এর সাথে ইউপিএস সম্পর্ক বুঝলাম না। 😕 একটু বিস্তারিত লিখলে সুবিধা হত।

    Level 0

    বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে রিস্টারট হয়ে ৮-১০ মিনিট চলে। ইউপিএস এর মানে হল আনট্রাপ টেড পাওয়ার সাপ্লাই। কিন্তু কম্পিউটার বন্ধ হয়ে আবার চালু হলে আমার লাভ কি? এটাতো আইপিএস এর মত হল। আমার আনসেভড ডাটাগুলোতো হারেয়ে গেল।

Level 0

যতটুকু মনে হচ্ছে সমসসা Battery তে নয়… বিদ্যুত চলে যাওয়ার পর signal পাওয়া বন্ধ হয়ে যাচ্ছে এবং সাথে সাথে ই আবার সংযোগ পাচ্ছে. এই মাঝখানের সময় এ PC Restart হচ্ছে….
ভালো কোনো দোকানে নিয়ে যান.

    Level 0

    কাজী মামুন ভাই পরামরশে জন্য আপনাকে দন্যবাদ।

ভাই আমার মনে হচ্ছে আপনার ইউপিএস এর ইনভার্টারের মেইনস্‌ থেকে ব্যাকআপ নেয়ার সার্কিটে কোন ত্রুটি হয়েছে যার জন্য বিদ্যুৎ বিভ্রাটের কারণে আপনার ইউপিএস মেইনস্‌ থেকে ব্যাকআপে যেতে সময় বেশি নিচ্ছে, সাধারণত মেইনস্‌ থেকে ব্যাকআপে যেতে ইউপিএসের ৩ থেকে ৫ মিলিসেকেন্ড লাগে এর বেশি হলেই যত সমস্যার সৃষ্টি হয়। আপনি একজন অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে আপনার ইউপিএস টি যতদ্রুত সম্ভব পরীক্ষা করান।
ধন্যবাদ 🙂

    Level 0

    আপনাকেও অনেক দন্যবাদ।

apni UPS seting-e jan okhane check korun.(CONTROL PANEL>POWER OPTION )amaro erkom problem hoto.jodi sod thikthak thake tahole apni valo kono service center-e jan..ami eta jani bettery-te kono problem nai..

@lovelyboy080 UPS সেটিংটা শুধুমাত্র APC UPSএর জন্য যা আমাদের দেশে মোটেই সহজলভ্য নয়। UPS সেটিং এর ট্যাবে গেলে the service is currently stopped লেখা দেখায়। উনার যে সমস্যা সেটা হার্ডওয়্যার জনিত, সফটওয়্যারের নয়।
ধন্যবাদ 🙂