G -mail এর password change করতে সাহায্য চাই.

আমি আমার G -mail accounter এর password টি change করতে চাই. কিন্ত আমি করতে পারছি না. দয়া করে যারা জানেন আমাকে একটু বিস্তারিত বলবেন যে কি করে আমি আমার G -mail এর password change করতে পারি? তাহলে খুব উপকৃত হব.

Level 2

আমি জাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 515 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি জাহিদ হাসান। জন্ম ১৯৯১ সালের ১ এপ্রিল। যেদিন থেকে প্রযুক্তির সংজ্ঞা শিখেছি সেদিন থেকেই প্রযুক্তির সাথে আছি। প্রযুক্তিকে সবথেকে বেশি ভালোবাসি। ভালোবাসি নতুন শিক্ষামূলক সব বিষয়ের সাথে থাকতে। ভালোবাসি প্রযুক্তির সাথে থাকতে। নতুনের পেছনে ছুটতে খুব ভালো লাগে আমার। হাসি-খুশি থাকতে ভালোবাসি। সবাইকে নিয়ে আনন্দে থাকতে ভালো লাগে। সবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

1. login koren
2. upore dan pashe settings a jan
3. account a click koen
4. Google Account settings a click koren
5. Changing your password a click koren kaj hoye jabe

জাহিদ ভাই কেমন আছেন ?? Password Change Option গুলো সাধারণত Settings এর ভিতরে থাকে । নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ

১। প্রথমে আপনার Gmail একাউন্টে "Load Basic HTML" মুডে প্রবেশ করুন । ( দ্রুত একাউন্টে যাওয়ার জন্য )

২। উপরের ডানকোণার দিকে আপনি Settings লেখাটি দেখতে পাবেন এবং এতে ক্লিক করুন ।

৩। Settings Option গুলো আপনার সামনে আসলে তা থেকে "Accounts" ট্যাবটি সিলেক্ট করুন ।

৪। এই "Accounts" ট্যাবটির একদম নিচের দিকে "Google Account settings:" লেখা রয়েছে যার ডান পাশে "Google Account settings" এর লিংক রয়েছে – তাতে ক্লিক করুন ।

৫। ক্লিক করার পরে লিংকটি একটি নতুন ট্যাবে খুলবে এবং ঐ নতুন ট্যাবটির ডানপাশে "Personal Settings" এর নীচে "Security" লেখা রয়েছে – যার ডান পাশে "Changing your Password" Option এর লিংক দেখতে পাবেন এবং এই Option এ ক্লিক করুন ।

৬। এরপর "Change Password" এর উইন্ডোটি আসবে যাতে তিনটি ঘরে পাসওয়ার্ড লেখার জায়গা থাকবে ।

৭। প্রথম "Current Password" এর ঘরে আপনার বর্তমান Password টি লিখুন ।

৮। দ্বিতীয় "New Password" এর ঘরে আপনার কাংখিত নতুন Password টি লিখুন ।

৯। তৃতীয় "Confirm New Password" এর ঘরে আপনার কাংখিত নতুন Password টি পুনরায় টাইপ করুন ।

১০। এরপর "Save" বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন ।

আর Standard View দিয়ে প্রবেশ করলে উপরের ডান কোণার দিকে আপনার মেইল Address এর সাথে ডান পাশে নিচের দিকে একটি Arrow সাইন রয়েছে তাতে ক্লিক করে "Accounts Settings" এ ক্লিক করলেই সরাসরি "personal Settings" উইন্ডোতে নিয়ে যাবে – যেটা থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ অপশন পাবেন ।

এইতো হয়ে গেল আপনার Gmail এর Password change ……………… 😉

Level 2

Pudina Pata ভাই, মিনহাজুল হক শাওন ভাই, তরঙ্গ ভাই, আপনাদের সকল কে ধন্যবাদ. specially তরঙ্গ ভাই কে ধন্যবাদ এত কষ্ট করে বিস্তারির লিখার জন্যে.Pudina Pata ভাই, মিনহাজুল হক শাওন ভাই আপনাদের dujonkeo ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্যে.

তরঙ্গ ভাই কেমন আছেন? আমি আপনাকে একটা mail করেছি. আপনার mail টা aktu চেক করবেন কি?

Level 0

আপনি কি নতুন নেট ইউজারকারি ?

Level 2

Ji na vai, ami noton net userkari na..

খুব উপকার হল ভাই