*অনগ্রহ করে লক্ষ্য করুন*

আমার বাবা একজন বীর মুক্তিযোদ্বা।বাবা যখন একটি বেসরকারি চাকরি করতেন তখন কাজের(মার্কেটিং)খাতিরে দেশের বিভিন্ন জায়গায় যেতেন।১৯৯৫ সালের পরে(ঠিক স্মরনে নেই উনার)খুলনায় এক লেখকের সাথে পরিচয় হয়।যদিও বাবার এই মুহূর্তে ঐ লেখকের নাম মনে পরছেনা।তবে লেখক ছিলেন খুলনার একটি কলেজের(মনে হয়)শিক্ষক।যখন লেখক জানলেন বাবা একজন বীর মুক্তিযোদ্বা।তখন লেখক বাবাকে নিজের লেখা একটি বই উপহার দিয়েছিলেন খুব খুশি হয়ে।বইটি যেকোন এক দুর্ঘটনায় আমার বাবা হারিয়ে ফেলেছেন।বইটি মুক্তিযুদ্ব বিষয়ক বই ছিল।এই মুহূর্তে আমার বাবার বইটি খুবই দরকার।বাবা বইটিকে খুব মিস করছেন।বইটির নাম "সংকটের আবর্তে বাংলাদেশের স্বাধিনতা"।দয়া করে কারো কাছে যদি বইটি থাকে বা পেয়ে থাকেন এবং যদি দিতে পারেন,জানাবেন।প্রয়োজনে কিনে নিব। এখানে উল্ল্যক্ষ্য,আমার বাবা অনেক কথা এখন আর মনে করতে পারছেন না।

Level 0

আমি পঁচা ছেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস