জিমেইল সাহায্যঃ Google Accounts says, ‘Sorry, your account has been disabled.’ How Can I Active This…?

আমাকে  বাঁচান,

আমি টেকটিউনস এর নিয়মিত পাঠক।

আজ খুব বড় সমস্যায় পরে আপনাদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছি। দয়াকরে আমাকে নিরাশ করবেন না।

ডাক্তারের কাছে যেমন কিছু গোপন করেনা, আমিও আপনাদের কাছে কিছু গোপন করবনা।

মাস চারেক (চার মাস) আগে আমি আমার এক বন্ধুর সাহায্যে IP changer ব্যবহার করে, USA এর IP দিয়ে একটি Gmail  Account খুলি। মাঝে মাঝে আমি অ্যাকাউন্ট টা চেক করতাম তখন Account টা সুন্দর ভাবে OPEN হত। গত এক মাস কি দুই মাস হবে (সময়টা ঠিক মনে নাই) আমি USA এর IP দিয়ে করা Gmail  Account টা OPEN করি না। আজ OPEN করতেই দেখি; আমার Gmail  Account টা OPEN হয় না। একটা ERROR মেসেজ দিচ্ছে।

তা আমি নিচে Screen Short দিলাম......

Gmail Account disable, how can i active

আমার প্রশ্ন হলঃ

** কিভাবে আমি আমার Gmail disable Account কে সচল (Active) করব?

এই অ্যাকাউন্ট টা সচল না হলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে।

দয়া করে আমাকে সাহায্য করুন।

বিঃ দ্রঃ আমি যখন এই অ্যাকাউন্ট টা ব্যবহার করতাম, তখন বাংলাদেশের IP address দিয়ে ব্যবহার করতাম,

আমি বাসায় Grameenphone Internet EDGE এবং Banglalink Internet GPRS ব্যবহার করি।

### আচ্ছা কেন এই Gmail অ্যাকাউন্ট টা Disable হল ? #####

Jewel 4

Bangladesh

Level 0

আমি jewel BD 2011। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

GO GO GO......... don't stop


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই IP চেঞ্জ করে অ্যাকাউন্ট খোলার কী দরকার ছিল? আপনি যে IP দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন, তা হয়ত অন্য কেউ ব্যাবহার করে, তাহলে সে আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবে। যাই হক, একটা উপায় আছে। আপনি নিশ্চয়ই রিকোভারি অ্যাড্রেসে কোনো ইমেইল দিয়েছিলেন। ওই ইমেইল এ আপনার অ্যাকাউন্ট খোলার সময়, ভেরিফিকেশান কোড সহ একটি ইমেইল যায়। ওটা যোগাড় করুন। তারপর এখানে যান http://www.google.com/support/accounts/bin/request.py?ara=1 দিয়ে ফর্মটা পুরণ করেন। এখানে অ্যাকাউন্ট খোলার সময়, ভেরিফিকেশান কোড ইত্যাদি অনেক ইনফো চাইবে। ওগুলা ভালোমত পুরন করে সাবমিট করেন। সব ঠিক থাকলে ২৪ ঘন্টার মাঝে গুগল থেকে রেস্পন্স পাবেন 🙂