মোবাইল দিয়ে কি করে পিসি নিয়ন্ত্রন করবো ?

সবাই কেমন আছেন ? নিশ্চয়ই ভালো।

এখানেই একটি পোষ্ট দেখলাম মোবইল দিয়ে পিসি নিয়ন্ত্রন করা যায়। কিন্তু আমি ট্রাই করেছি কাজ হচ্ছে না।

আমার মোবইল 'Symphony X110', পিসির সাথে ব্লুটুথ রয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে, এই কাজটার জন্য

একটি 'জাভা ফাইল' প্রয়োজন হয়, যা আমার মোবইলে ইনস্টল হয় ঠিকই কিন্তু লোডিং এসে বসে থাকে, সামনে আগায় না।

কি করা যায় ? প্লিজ হেল্প করুন।

Level 2

আমি মোঃ রেজোয়ান সাকী এলিন। , Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 480 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

I'm a student of Computing Information System (CIS) and love IT.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ami sony ericsson use kori. bluetooth connect korle duto option pai, mouse control ar windows media player control. jetake activate kori setai kaaj kore. apnake ami akta option bolchi try kore dekhte paren, pc te bluetooth option te dhuke, apnar phone er upor ryt click kore service tab te giye dekhu je apnar phone ki ki service suport kore. tarpor je service gulo apni chan segulor pase tik chinno diye apply ok kore din. found new hardware dakhabe ebong apnar mobile te option ese jabe.

    ধন্যবাদ ভাই। দেখি ট্রাই করে কাজ হয় কি না!

    ভাই, আমার মোবাইলে এইসব সাপোর্ট করে না। শুধুমাত্র FTP, Handsfree, Headphone সার্ভিসগুলি পেয়েছি। আর কিছু পাই না। পাইনা মানে পিসি তে ব্লুটুথ কানেক্ট করে পিসি থেকে পাই, কিন্তু আমার মোবইলে সাপোর্টেড না। অনেক কষ্ট লাগল।

    Level 0

    tahole to hoye galo. apnar phone te oi sercive gulo nei , tai amar mone hoy na je ogulo kaj korbe. 🙁 sorry

    হ্যা, ঠিক বলেছেন। থাক পরে আবার অন্যভাবে ট্রাই করে দেখবো।

Level New

ভাই পরে কি কানেক্ট করতে পরেছেন?