ব্লগস্পট সম্পর্কে একটু সাহায্য প্রয়োজন।

গত কিছু দিন ধরে একটি জটিল সমস্যার মধ্যে আছি। আমি ব্লগস্পটএ একটি ব্লগ তৈরি করি। এরপর বর্তমানে আমার কম্পিউটারে আমার তৈরিকৃত সাইটটি ওপেন হয় না। কিন্তু অন্য কম্পিউটারে ঠিকই ওপেন হয়। এরজন্য আমি আমার অপারেটিং সিস্টেমটি পুনরায় ইন্সষ্টল দিই। কিন্তু তার পরও একই অবস্থা।আমি যখন আমার ব্লগষ্পটের ড্যাশবোর্ডে কাজ করার পর তা সেভ করি তখন ঠিক মতই সেভ হয় কিন্তু যখন ব্লগটি প্রিভিউ দেখতে যাই। তখন সাইটটি লোড হয় না।

আমার সাইটটি হল http://www.shoptorshy.blogspot.com/

কেউ কি একটু বলতে পারবেন। এটা কিজন্য হচ্ছে। এবং এর সমাধান কি।

তাহলে খুবই উপকৃত হব। দ্রুত সমাধানের জন্য আকুতি রইল। অনেক দিন ধরে কোন কাজ করতে পারছি না আমার সাইটে।

Level 0

আমি Shoptorshy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 163 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভাল বাসি নতুন নতুন তথ্য প্রযুক্তি সম্পর্কে জানতে ও সবার সাথে শেয়ার করতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি যতদূর বুঝি এটা আপনার আইএসপির সমস্যা। সাধারণত এক্সপায়ার্ড ডিএনএস ক্যাশিংয়ের জন্য এই ঝামেলাটা হয়। আপনি গুগল পাবলিক ডিএনএস বা ওপেন ডিএনএস ব্যবহার করে সমস্যাগুলোকে সহজেই বাইপাস করতে পারবেন।

    বাবর ভাই আমি জিপির পি৬ প্যাকেজ টি ব্যবহার করি। তাহলে তো আমাদের এলাকার প্রায় সব কম্পিউটারে এই সমস্যা হওয়ার কথা যারা যারা জিপিরই ইন্টারনেট ব্যবহার করে, তাই নয় কি?

    একটু খোলাসা করে বললে আমার বুঝতে একটু সহজ হতো।

    হ্যা ঠিক তাই, জিপির সব ইউজারদেরই সমস্যা হচ্ছে। কয়েকদিন আগে একই সমস্যা নিয়ে আরেকটা পোস্ট হয়েছিল। খুব বেশি আগে না। আপনার পোস্টের সম্ববত ৫-৬ পোস্ট আগে। যাই হোক ডিএনএস পরিবর্তন করে দেখুন। আশা করি বাইপাস করতে পারবেন।

blogspot এই সমস্যায় আমিও আছি তবে একটি ডোমেন নিয়ে সেট আপ দিন ঠিক হয়ে যাবে ।

Level 2

আপনি আপনার মডেমের ডায়ালআপ কানেকশন ডিফল্ট ( gpinternet ) নাম পরিবর্তন করে নতুন অন্য নামে তৈরী করুন যেমন ( internet / gp / online ) ইত্যাদি।

    আমার মডেমের ডায়ালআপ কানেকশন এর নাম Dial-up Connection ই আছে।

    Level 2

    তাহলে আপনি নিচে দেওয়া এই ষ্টেপ গুলো অনুসরন করুন।
    1. Go the Control Panel.
    2. Click Network and Internet, then Network and Sharing Center, and click Change adapter settings.
    3. Select the connection for which you want to configure Google Public DNS. For example:
    * To change the settings for an Ethernet connection, right-click Local Area Connection, and click Properties.
    * To change the settings for a wireless connection, right-click Wireless Network Connection, and click Properties.
    If you are prompted for an administrator password or confirmation, type the password or provide confirmation.
    4. Select the Networking tab. Under This connection uses the following items, click Internet Protocol Version 4 (TCP/IPv4), and then click Properties.
    5. Click Advanced and select the DNS tab. If there are any DNS server IP addresses listed there, write them down for future reference, and remove them from this window.
    6. Click OK.
    7. Select Use the following DNS server addresses. If there are any IP addresses listed in the Preferred DNS server or Alternate DNS server, write them down for future reference.
    8. Replace those addresses with the IP addresses of the Google DNS servers: 8.8.8.8 and 8.8.4.4.
    9. Restart the connection you selected in step 3.
    10. Test that your setup is working correctly; see Testing your new settings below.
    11. Repeat the procedure for additional network connections you want to change.