
আমি প্রায় প্রতিদিন ফেসবুক অল্পসল্প ব্যবহার করি । আজকে ফেসবুক পেজ খুলতে গিয়ে পরলাম এক সমস্যায় আসলে সমস্যা বলা যায় কিনা যানিনা কিন্তু আমার কাছে অন্যরকম মনেহল । facebok.com এন্টার করার পর ফেসবুকের লগইন পেজ না এসে পেজ অটো রিডাইরেক্ট হয়ে নিচের এই পেজ আসলো বুজতে পারলাম না আর কি সব সার্ভে আর গিফট দিবে বলছে।
![]()
আমি জানতে চাই এগুলো কি অটো হ্যাক সিস্টেম গিফট দেওয়ার কথা বলে আমার তথ্য নিবে নাকি এটা একটি ফেসবুকের অংশ । আপনারা কেউ এসম্পর্কে জানালে আমাকে জানান।
আমি সৌরভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Join me as friend if u want http://www.facebook.com/saurav.wahid
জানতে চাই এর বিভাগ আছে। সেখানে পোস্ট করুণ না হলে রিমুভ করা হবে।