ভারত ভ্রমনে যাচ্ছেন, টিকেট ক্রয় করা নিয়ে ২টি কথা আপনাদের সাথে।

বাংলাদেশ থেকে ভারতে ভ্রমন কিংবা চিকিৎসা করার জন্য যারা যাবেন কিংবা যাদের পরিচিতরা যাবে তাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি আপনরা আপনাদের প্রয়োজনীয় ভারতীয় ডোমেস্টিক বিমান, বাস, ট্রেন টিকেট ও ভারতীয় ডাক্তার এপোয়েন্টমেন্ট যতদ্রুত সম্ভব সংগ্রহ করুন। ভারতে গিয়ে সংগ্রহ করার কথা ভুলে যান। বাংলাদেশ থেকে সংগ্রহ করুন।

আমাদের Smile Travels BD 01861956971 সহ বাংলাদেশে অনেকে এজেন্সি ভারতীয় ডোমেস্টিক সার্ভিস দিয়ে থাকে।
বাংলাদেশ থেকে সংগ্রহ করার কথা বলছি, আপনি নিশ্চয় ভাবছেন আমি শুধু আমার লাভের কথাই বলছি। না ভাই/ আপু প্রফিট শুধু আমার নয় আপনারও হবে।

ধরে নিচ্ছি আপনি ট্রেনে করে কোলকাতা থেকে চেন্নাই যাবেন। ঢাকা থেকে আপনি কোলকাতায় পৌছিয়ে যখন ট্রেন ষ্টেশনে গিয়ে দেখবেন তৎকাল কোটা ছাড়া অন্য কোন কোটায় টিকেট নেই। তখন আপনি কি করবেন? তখন আপনাকে যেতে হবে ভারতীয় লোকাল এজেন্সির কাছে। তারা আপনাকে বলবে টিকেট কনফার্ম করে দেওয়া যাবে এক্সট্রা ৫০০ রুপি লাগবে মাথা পিছু। বাংলাদেশী প্রায় ৭০০ টাকা। তাও সেটা ১০০% শিউর না। কারন আপনার মত অনেকেই সিট পাচ্ছে না। কিন্তু ট্রেন ছাড়বে মাত্র ৯০ টি সিট। অতএব ১০০% বলা কেউই বলতে পারবে না। অর্ডার সংগ্রহ করার জন্য এজেন্স বলবেই।
এইখানে একটি কথা বলে রাখি তৎকাল টিকেটে ভাড়া সরকারি ভাবেই ২০-৩০% পর্যন্ত বেশি আছে।

কিন্তু এই কাজটি যদি আপনি বাংলাদেশে আমাদের কাছে থেকে সংগ্রহ করে নিয়ে যেতেন সেই ক্ষেত্রে আপনাকে ৩০০-৫০০ বাংলা টাকা বেশি পেমেন্ট করতে হত। যেটা কিনা তখন আপনার কাছে বেশি মনে হয়েছিল।

ঠিক একই ভাবে ভারতীয় বিমানের টিকেট ও আপনাদের উচিত বাংলাদেশ থেকে সংগ্রহ করা উচিত। এতে করে বাংলাদেশের এজেন্সি ব্যবসা ও আপনারা দুজনই সুবিধা পাবেন।

ভারতীয় ডোমেস্টিক ট্রেনের টিকেটের ভাড়া কত টাকা পর্যন্ত বেশি আসতে পারে সেটি আপনারা এই লিংক ভিজিট করলেই বুঝতে পারবেন: http://www.indianrail.gov.in/tatkal_Scheme.html

এই অতিরিক্ত ভাড়াটির সাথে যোগ করা হবে এজেন্সির সার্ভিস চার্জ। তাহলে বুঝতে পারছেনত কেন ভারত থেকে না কিনে বাংলাদেশ থেকে ক্রয় করা আপনাদের জন্য  উত্তম?

বিদ্র: টিউনটি করেছি তাদের জন্য যারা মনে করে থাকেন ভারতীয় ডোমেস্টিক টিকেট বাংলাদেশ থেকে ক্রয় করা বুঝি খুব বেশি চার্জ দিয়ে ক্রয় করা। সম্পূর্ণ বিষয়টি লিখতে যদি যাই তাহলে একটি ছোট উপন্যাস লিখা হয়ে যাবে। তাই ছোট করে লিখার চেষ্টা করে দেখেছি।

টিউনটি আপনাদের পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

 

ফেইসবুকে আমি: http://www.facebook.com/smiletravels/

ওয়েব: http://smiletravelsbd.com/

ফোন: 01861956971

ভাল থাকবেন সবাই।

Level 0

আমি Smile Travels। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস