আসুন প্রকৃতিকে দিয়ে নিজেরা সমৃদ্ধ হই

একটি কথা কিছুদিন যাবত শুধু মাথায় আসছে।আচ্ছা সারা পৃথিবীর লোকজন চতুর্দিক থেকে বিভিন্ন ভাবে যেমন নলকূপ,বোম মটর ইত্যাদি দ্বারা পৃথিবীর অভ্যন্তরের জল খাওয়া সহ বিভিন্ন কারণে অবিরত তুলে নিচ্ছে।ফলে ঘনঘন ভুমিকম্প সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ এখন নিত্যদিনের ঘটনা।কিন্তু একবারের জন্যও আমরা চিন্তা করছিনা; যদি এই জল পৃথিবীর অভ্যন্তরে আর না থাকে-তবে আমাদের মানব জাতি সহ পুরো পৃথিবীর কী হবে? এই মহাবিপদ দেখে কে কী পন্থা অবলম্বন করবে জানি না।আপনাকে নিয়ে যখন মানুষ ব্যস্ত,নিজে বেচেঁ থাকার যুদ্ধে মানুষ যখন অপরের চিন্তাকে অতিরিক্ত মনে করছে,সেখানে-

একজন মহাপুরুষ(শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র) এই বিপদ থেকে আমাদের বাঁচানোর জন্য এক সাধারণ অতচ যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের পরামর্শ সহ বাস্তব কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন। আর তা হলো, বৃষ্টির পানি সংরক্ষণ। তিনি প্রতি বাড়ি বাড়ি গভীর পাতাল কূপ খনন করে ঐ কূপে ঘরের ছাদ কিংবা টিনের চালার পরিস্কার পানি ফেলে পাতালে পানি প্রবেশের মাধ্যমে প্রকৃতির জল প্রকৃতিতে ফিরিয়ে দেয়ার কথা বলে গেলেন।দেখিয়ে গেলেন কী ভাবে এই দূর্যোগ থেকে আমরা বাঁচতে পারি।

Level New

আমি uzzal bhattacharjee,Expt Gd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় uzzal bhattacharjee,Expt Gd ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।