থ্রিডি সফটওয়ার অটোডেস্ক মায়া, ২০১২ শিখতে চাই!

যদি কেও থ্রিডি সফটওয়ার মায়া পারেন এবং শেখাতে আগ্রহী হন তবে যোগাযোগ করেন:

[email protected]

ট্রেইনিঙ্গের স্থান গুলশান, বনানী, বাড্ডা, রামপুরা, খিলগাঁও, মালিবাগ, মহাখালী, মতিঝিল, সায়দাবাদ, বারিধারা, রামপুরা হলে ভালো হয়। নিজস্ব ল্যাপটপে ক্ল্যাস করবো এবং পুরো ক্ল্যাস রেকর্ড করে রাখবো। যারা থ্রিডির জগতে বাংলাদেশের পক্ষ থেকে ভাল কিছু করতে চাচ্ছেন এবং গ্রুপ তৈরি করতে চাচ্ছেন তারা যোগাযোগ করেন!

Level 0

আমি সাইফুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি হ্যান্ডসেট এর নাম ও কনফিগার কিছুই লেখেন নি।

    লিখেছি ভাই!
    এটা হচ্ছে HTC desire HD আর অপারেটিং সিস্টেম হচ্ছে ANDROID 2.2 (Froyo)
    আসলে সমস্যাটা একটু জটিল যিনি সমাধান করতে পারবেন তার ডিটেলস কনফিগারেশন দরকার হবে না!
    আর অনভিজ্ঞ হলে ডিটেলস জেনেও কাজ হবে না!
    তবে কারও যদি খুব ইন্টারেস্ট থাকে তবে তিনি আমাকে সাহায্য করতে পারবেন! আমি তাকে হেল্প করব!
    আমি অনেকটা দূর এগিয়েছি কিন্তু কাজ হচ্ছে না!

    https://www.techtunes.io/mobileo/tune-id/33035/
    এই গুলো দেখতে পারেন

    আমার এক ভাই ছিল , ভাল বুঝে আপনার ভ্যাপারে আলাপ করে বুঝলাম এটা অনেক জটিল, উনিও পারবেন না।

ধন্যবাদ ভাই! আমার জন্য অনেক কস্ট করলেন! তবে সফল হবই ইনশাআল্লাহ!

Level 0

সাইফুল্লাহ ভাই, আপনি আসলে কি করতে গিয়েছিলেন তা স্পষ্ট উল্লেখ করেন নাই। আপনা নতুন সেট হঠাত রুট করার প্রয়োজন কেন পড়ল তাও উল্লেখ করা প্রয়োজন ছিল। যাই হউক। আপনি http://www.xda-developers.com এই সাইট ভিজিট করুন। এখানে আপনার সেট এর জন্য ফোরাম পাবেন। এখান থেকে সাহায্য পেতে পারেন। আমি পারসনালী আপনাকে সাহায্য করতে পারি। আমার ই-মেইল এ যোগাযোগ করতে পারেন। e-mail: [email protected]

    থ্যাংকইউ ভাইয়া,
    আসলে কোন প্রয়োজন ছাড়াই আমি রুট করতে গিয়েছিলাম! আসলে htc desire hd তে অনেক application pre installed আছে যা আমার দরকার নেই যেমন, twitter, peep, stock, এরকম আরোও application আছে যা অযথাই মোবাইলের সিস্টেম মেমোরি দখল করে রাখে,
    এন্রয়েড অপারেটিং সিস্টেম রুট করলে এই প্রীইন্সটল্ড এপ্লিকেশন গুলো রিমুভ করা যায়!
    কিন্তু সিস্টেম ফাইল নিয়ে কাজ করাটা রিস্কি!
    আমি অবশ্য আগেও রুট করেছি কোন সমস্যা হয়নি! কিন্তু এইবার কেন এমন হল বুজতে পারলাম না!
    ভাই আমি প্রায় এক সপ্তাহ ধরে xda forum, htc forum, android forum এ খুঁজা খুঁজি করছি কিন্তু কোন সমাধান করতে পারিনাই!
    অনেকে অনেক সমাধান দিয়েছে কিন্তু আমিই হয়তো বুজতে পারছি না!
    বাংলাদেশে ঠিক করতে পারছি না বলে আমি আগামী শনি বারে আমার মোবাইলটা UK তে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু এতো সাধারণ সমস্যার জন্য UK তে মোবাইল পাঠাতে মন চাচ্ছে না!
    তাই যদি একটু হেল্প করতেন খুবি উপক্রিত হব!

Level 0

আপনি বলেছেন সিস্টেম ফাইল মুছে ফেলেছেন। ঠিক কি করেছেন বলতে পারলে সুবিধা হতো। আর কোন টুল ব্যবহার করেছেন জানাবেন। আনরিভোকড এখনকার খুব জনপ্রিয় রুটিং টুল। আপনার রিকোভারি সিসটেম টা কি? ক্লকওয়ার্ক নাকি ডিফল্ট? ফোনে কি কোন সাড়া শব্দ করে? নাকি একেবারেই নিরব (ব্রিকড)? পাওয়ার দেবার পর কোন পর্যন্ত যায়?

ভলিউম বাটন এর নিচের দিকে চেপে ধরে পাওয়ার বাটন চাপুন এবং জানান যে কি হচ্ছে?

যদি ব্রিক না হয়ে থাকে তাহলে সমস্যা নেই, ঠিক করা যাবে।

জানাবেন, ধন্যবাদ

Level 0

ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, নিজে করতে পারলে ভালো, না পারলে, দেশে বিদেশে যেখানেই থাকুন না কেন, হাতুড়ে ডাক্তার থেকে দূরে থাকুন, এরা লাভের চেয়ে লোকসান বেশি করায়।

    জ্বী ভাই আমার মনে হয় আপনি আমার সমস্যটা সবচেয়ে ভালো ধরতে পেরেছেন!
    ভলিউম বাটন এর নিচের দিকে চেপে ধরে পাওয়ার বাটন চাপ দিলে সাদা উইন্ডো আসে সেখানে লেখা থাকে
    একদম উপরে লেখা থাকে “HBOOT” তারপর নিচে যথাক্রমে থাকে

    FASTBOOT

    RECOVERY

    FACTORY RESET

    SIM LOCK

    IMAGE CRC
    আমি FACTORY RESET দিয়েছি কোন কাজ হয়নি,
    RECOVERY তে গেলে লেখা আসে, E:Can’t open/cache/recovery/command

    মোবাইল অন করলে অয়েলকাম টিউন হয় এইচ টি সি লোগো আসে কিন্তু ওপেন না হয়ে
    আবারও রিবুট হয়ে এইচ টি সি লগো আসে আর অয়েলকাম টিউন বাজে এইভাবে হতেই
    থাকে, অর্থাৎ Reboot Loop হচ্ছে!
    আমি xda forum এ পোস্ট
    দিয়েছি আমাকে কিছু কিছু সমাধানও দেওয়া হয়েছে, কিন্তু তাদের কথা মতো কাজ
    করেও কোন ফলাফল পাইনি!
    আসলে আমি তাদের কথা ঠিক মতো বুঝতে পারিনি!
    একটু চেস্টা করে দেখবেন আপনি বুঝেন কিনা!
    ভাই আপনি আমার সমস্যার অনেক কাছাকাছি গিয়েছিলেন আপনি হয়তো
    Psychically মোবাইলটা দেখতে পারলে একটা সমাধান করতে পারতেন!
    আপনার ফোন নাম্বার পেলে একটা ফোন করতাম!
    ১ সপ্তাহও হয়নাই ৫০০০০ টাকা দিয়ে ফোনটা কিনেছি কিন্তু root করতে যেয়ে কি করলাম!
    ভাল থাকবেন!
    আমার ডাক নাম পিয়াল, গুলশান-১ এ একটা Group of Company তে চাকুরী করছি!
    আসসালামু আলায়কুম!