অনুগ্রহ পূর্বক সাহায্য প্রয়োজন,করুন না কেউ একটু সাহায্য।

আস্লামুয়ালাইকুম।

আমি রবি সাহায্য চাইছি এই মর্মে যে,আমার একটু সাহায্য প্রয়োজন।

পরসমাচার, কিছুদিন আগে আমি দুটি DVD Write করেছিলাম Ashampoo Burning Studio 6.30 software দিয়ে।

Write করার পর DVD দুটি আমি Open করে দেখেছি যে DVD দুটি সঠিক ভাবে Write হয়েছে।কিন্তু DVD দুটি অন্য Computer

এ Open হচ্ছে কিন্তু ভিতরে কিছুই Show করছেনা। DVD দুটি DVD ROM এ প্রবেশ করানোর পর Properties এ Used Space 0 bytes

এবং Free Space 0 bytes Show করছে। শুধু Write করা DVD ই এই সমস্যা করছে,কিন্তু অন্য যে কোন Original DVD ঠিকই চলছে।

উল্লেখ্য যে, যে Computer এ এই সমস্যা দেখা দিচ্ছে,সেই Computer এ DVD Read/Write দুটোই করা যায়।

সবিনয় বিনীত নিবেদন এই যে, কেউ আমাকে এই সমস্য থেকে উদ্ধার করে সাধিত [সাহায্য] করুন।

খোদা হাফেজ।

Level New

আমি রবিউল ভাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রথমে টিউনের কেটাগরি চেন্জ করেন পরে হেল্প করবো। কেটাগরি থেকে টিউন টি সাহায্য বিভাগে সিলেক্ট করুন

    Level New

    Sorry. তাড়াতাড়ি করতে গিয়ে ভুল করে বিভাগ হার্ডওয়ার দিয়ে ফেলেছিলাম।একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখুননা Please. কি যে সমস্যায় আছি ভাই,এখন একটু সাহায্য করে উদ্ধার করুন।

    ধন্যবাদ আপনাকে। আদনান যেটা বলেছে সেটাই হয়েছে। তবে আরেকটা কথা আছে। সিডি টি কোন ব্রান্ড এর? ব্রান্ড চেন্জ করে দেখুন হয়ে যাবে

দয়া করে টিউনটি সাহায্য/জিজ্ঞাসা বিভাগে ট্রান্সফার করুন। আপনার ডিভিডি দুটি চলছেনা কারন আপনি ডিভিডি দুটির এভেলেবল সর্বোচ্চ স্পিড থেকে বেশি দিয়ে রাইট করেছেন। ডিভিডির উপরে সর্বোচ্চ স্পিড লিখা থাকে। যেমনঃ 1X-16X । আপনাকে এই স্পিডের ভেতরে রাইট করতে হবে। রাইট করার সময় স্পীড সেট করার অপশন পাবেন।

    Level New

    হুম বুঝতে পারছি। মনে হয় 16x speed এ Write করেছিলাম। কিন্তু আমার Computer এ DVD দুটো চলছিল।

    Level 0

    @রবিঃএর কারণ হতে পারে আপনার ডিভিডি ড্রাইভটি ১৬এক্স বা তার বেশী লেভেল সাপোর্ট করে।

Level New

🙂