PDF কপি-পেস্ট সমস্যা। সাহায্য চাই।

ইউনিকোডে লেখা কোন PDF ফাইল থেকে text টা কপি করে অন্য কোথাও পেস্ট করলে লেখাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। যেমন এই ছবিটা থেকে ইউনিকোডে লেখা এই লাইন দুটি আমি কপি করে..

যখন MS Word 2007 এ যখন পেস্ট করছি, তখন লেখাটার এই অবস্থা হচ্ছে_

এ সমস্যার কি কোন সমাধান আছে?? জানালে খুব উপকৃত হতাম।

Level 0

আমি শঙ্খ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

উত্তাল সমুদ্রের অতলে হারিয়ে মুক্তা কুড়াতে চাই উত্তর মেরুর কোণে বরফ ঘরে বসে রবি ঠাকুর পড়তে চাই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এরকম হবার কথাই নয়
আচ্ছা আপনি ওয়ার্ডে সেইভ করার সময় পিডিএফ করবেন,
তাহলে কোন সমস্যা হবেনা
আর যেকোন সমস্যায় http://www.facebook.com/ComputronicsBD এখানে নক করতে পারেন

    ভাই, ওয়ার্ডে সেভ করার সময়ই পিডিএফ করেছি। অনেক ধরণের কনভার্টার ব্যাহার করলাম। কিন্তু তারাও একই কাজ করছে।

আপনি যে ফন্টের text কপি করেছেন ঐ ফন্ট টি আপনার পিসিতে install নেই।

    ভাইয়া, এটা আমি নিজের হাতে আমার কম্পিউটারেই লিখেছি। এটা SolaimanLipi ফন্ট। পিসিতে এটা ইনস্টল করাই আছে।

উইনিকোডের লিখা তাই এমন হয়। আপনে নতুন একটা নোড পেড খুলুন, সেভ এস উনিকোড দিয়ে সেভ করুন। সেখানে আপনার সব লিখা পেস্ট করুন হয়ে যাবে। মনে রাখবেন আরেক সেভ এস করে নিয়ে পরে পেস্ট করুন লিখা।