উইন্ডোজ ১০ কে নিয়ে সমস্যার সমাধান চাই।

আচ্ছালামুআলাইকুম ওয়াঃ

আজকে অভিজ্ঞ ভাইদের সামনে  একটি সাহায্যের জন্য হাত বাড়িয়েছি আশা করি আপনারা সাহায্য করবেন।

আমি একজন উইন্ডোজ ৮ স্কাইপি একটিভ ইউজার।

আমি এখন আমার ল্যাপটপে উইন্ডোজ ১০ ইন্সটল করতে চাই।

কিন্তু আপডেট করতে পারছি না। কারন আমার সি ড্রাইভ মোট ২০ জিবি।

উইন্ডোজ ৮ ইন্সটল করার পরে এখন ফাকা আছে 4 জিবি।

উইন্ডোজ ১০ আপডেট করতে চাচ্ছি কিন্তু তারা বার বার বলছে যে, ৮ জিবি ফাকা লাগবে সি ড্রাইভে।

যার ফলে আপডেট করতে পারছি না।

প্রশ্নঃ- এখন আমি যদি সিডি থেকে ইন্সটল করি আর মিডিসিন ফাইল দিয়ে ইন্সটল করি।

তাহলে কি সিকিউরিটি প্রব্লেম হবে ?

প্রশ্নঃ- মিডিসিন ফাইল দিয়ে উইন্ডোজ ১০ একটিভ করার থেকে কি উইন্ডোজ ৮ ইউজ করাই উত্তম হবে নাকি সমান ? কোন পার্থক্য নেই।

 

দয়া করে অভিজ্ঞ ভাইয়েরা সাহায্য করুন।

 

২০০ ওয়ার্ডের লিখা লিখতে হবে তাই কিছু উক্তি দিলাম।

পৃথিবীর বিখ্যাত কিছু উক্তি যা আমাদের জীবনে প্রয়োগ করলে হয়তো আমাদের জীবন অনেক সুন্দর হয়ে উঠবে।

  • যে যে বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে সে সেই বিষয়ে শিক্ষিত, কাজেই সবাই শিক্ষিত – নেপোলিয়ান
  • যে দৃষ্টির সঙ্গে মনের যোগাযোগ নেই সে তো দেখা নয়, তাকানো – যাযাবর
  • সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে – বায়রন
  • অন্যকে বারবার ক্ষমা কর কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না – সাইরাস
  • কান্নায় অনন্ত সুখ আছে তাইতো কাঁদতে এত ভালোবাসি – স্বামী বিবেকানান্দ
  • জ্ঞানের ন্যায় পবিত্র বস্তু জগতে আর কিছুই নেই – পবিত্র গীতা
  • যৌবন যার সৎ, সুন্দর ও কর্মময় তার বৃদ্ধ বয়সকে স্বর্ণযুগ বলা হয় – জর্জ গ্রসভিল
  • আমি চলে গেলে যদি কেউ না কাঁদে  তবে আমার অস্তিত্বের  কোন মূল্য নেই – সুইফট
  • বন্ধুর সাথে এমন ব্যবহার কর যেন বিচারকের শরণাপন্ন হতে না হয় – প্লেটো
  • অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির কাজের মধ্যে কোন মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না – জন বেকার
  • সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ – হযরত আলী (রাঃ)
  • আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায় – জন এ শেড
  • সময় বেশি লাগিলেও ধৈর্য সহকারে কাজ কর, তাহলেই প্রতিষ্ঠা পাবে – ডব্লিউ এস ল্যান্ডের
  • একজন অলস মানুষ স্বভাবতই খারাপ মানুষ – এস টি কোলরিজ
  • সাহস নিয়ে বেঁচে থাকো না হয় মরে যাও – মেরিডিথ
  • সৎ লোক সাতবার বিপদে পড়লে আবার উঠে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নৃপাত হয় – হযরত সুলায়মান আঃ

 

Level New

আমি লাভার বয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 92 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস