টেকটিউনস্ ঠিকমত দেখতে পারছি না

বেশ কিছুদিন ধরে আমি মনের মত করে টেটি দেখতে পারছিনা। প্রথম পাতায় এলেই নিচের ছবিটি আসে, ব্যাকগ্রাউন্ড সহ মুল পেজ আসে না।

আরেকটি সমস্যা হল পেজ খুলতে খুলতে কয়েকবার নিচের মেসেজটি আসে

মেসেজটি যদি আমি Close করি তবে PC হঠাৎ স্লো হয়ে যায় এবং মাঝে মধ্যে হ্যাং করে, তাই সব সময় লাল ক্রস বাটন ক্লিক করে এটি সরাতে হয়। এখান থেকে অন্য পেজে গেলে অবশ্য সব ওকে, তবে মাঝে মাঝে মেসেজটি আসতে থাকে।

ব্রাউজারে টেকটিউনস ওপেন থাকা পর্যন্ত অনবরত নিচের লিংক দুটি থেকে আইডিএম এর মাধ্যমে অনবরত ডাউনলোড এটেমপ্ট নিতে থাকে।
http://cdn.techtunes.io.s3.amazonaws.com/wp-content/themes/techtunes-melody/favicon.ico.gzip
http://cdn.techtunes.iom.com.bd.s3.amazonaws.com/wp-content/themes/techtunes-rainbowbrush/style.css.gzip
 
IDM এর ডায়ালগ বক্স ক্লোজ করলে আবার সম্পূর্ণ ব্রাউজার হ্যাং করে যায়। এভাবে আমার প্রিয় একটি সাইট ব্রাউজ করা থেকে আমি বঞ্চিত হচ্ছি।
 
উল্লেখ্য: আমি Windows XP SPII, 2GB RAM, Intel Core 2 Duo, DELL Latitude E6400 ব্যবহার করি।
Download Accelerator IDM, Browser- IE, Mozilla, Crome
Super Anti Spyware ও Kaspersky 2011 ব্যবহার করি।
 
তাই আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, আমাকে উপযুক্ত পরামর্শ প্রদান করে বাধিত করবেন যেন আমি সমস্যামুক্তভাবে সাইটটি ব্রাউজ করতে পারি।

Level 0

আমি ডন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার এখানেও মাঝে মাঝে পেইজ ঠিকমত খুলেনা।
মনে হয় সার্ভার ডাউন থাকলে এই রকম হয়।
আর ২য় সমস্যার সমাধান,
IDM ওপেন করে option’এ যাবেন তারপর file types’এ যাবেন তারপর দ্বিতীয় ঘরে যেখানে voice2page.com লেখা আছে সেইখানে একটা স্পেস দিয়ে এই লেখাটা লিখে ( *techtunes.io/ )ওকে করে দেন আশা করি সমাধান হবে

    Level 0

    ২য় সমস্যার সমাধান তো হল না ভাই।

Level 0

ভাই আমার একই সমস্যা,,,,,,,,,,,,,,,,,,,,,মনে হয় সবার একই সমস্যা।

    Level 0

    এটা আবার নতুন কি।

    Level 0

    আর টিউনার ভাই আপনার জন্য কোন সমাধন নেই।

1.রিফ্রেশ করলেই ঠিক হয়ে যাবে
২। আতাউর ভাইয়ের কমেন্টস দেখুন

Level 0

আতাউর রহমান ভাই কে ধন্যবাদ ।