২০১৬ সালের রেভিনিউ হিটস থেকে ইনকাম করার সব পদ্ধতি ও যেভাবে করবেন [শুধুমাত্র যাদের ওয়েবসাইট আছে]

বর্তমান যুবকরা অনলাইন ইনকামের উপর ঝুকে পড়ছে। কিন্তু সঠিক নির্দেশনা পাচ্ছে কি? নাপাচ্ছে না।

আমরা অনলাইন ইনকাম করার কথা ভাবতেই গুগুল এডসেন্স এর কথা বেশি প্রধান্য দেই।

কিন্তু সবাই তা নিশ্চিন্তে ব্যবহার করতে পারি না। বিশেষ করে বাংলাদেশিরা। বাংলাদেশি ফ্রিল্যান্সাররা সব সময়েই আতঙ্কে থাকে কখন তার গুগুল এডসেন্স টি বন্ধ করে দেয় অজান্তে হওয়া কিছু ভুলে।

যাইহোক, আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার ওয়েবসাইট থেকে খুব সহজে গুগুল এডসেন্স এর মত ইনকাম করবেন। তার আগে জেনে নেই কিভাবে পেমেন্ট পাবো।

যেভাবে পেমেন্ট পাবেন :

১. পাইনিওর কার্ডের মাধ্যমে

২. পেপাল কার্ডের মাধ্যমে

৩. ব্যাংক চেক

সর্বনিম্ন $20 ডলার হলেই পেপাল বা পেওনিয়ার এ পেমেন্ট নিতে পারবেন এবং $500 হলে

ব্যাংক চেক নিতে পারবেন।

RevenueHits  রিফারেলে বোনাস আছে :

১. RevenueHits পাবলিশার রিফারেলে ১০০ ইউ.এস ডলার পর্যন্ত পাবার সুযোগ আছে।
২. আপনার রিফারেলের কোন পাবলিশার যখন $10 ইনকাম করবে তখন আপনিয় $10 পাবেন।
৩. আরও $40 পাবেন যখন সেই পাবলিশারের $50 ইনকাম হবে।
৪. শুধু এইটুকুই নয়, সেই পাবলিশারের যদি $100 ইনকাম হয় তাহলে আপনি আরও $50 বোনাস পাবেন।
৫. তাহলে মোট $100 আপনি অতিরিক্ত পাচ্ছেন।
৬. দেখা যাচ্ছে যে শুধু যদি ভাল মানের পাবলিশার রিফার করতে পারেন তাহলেই আপনার পকেট গরম হওয়া ঠেকায় কে।

যেভাবে শুরুটা করবেন :

Registration করার জন্য প্রথমে এখানে ক্লিক করুন । তার পর নিচের মত একটি পেইজ আসবে

এর পর এখান থেকে SIGN UP অথকা Join Now তে ক্লিক করুন। এরপর আপনার নাম, সাইট এর নাম, ট্রাফিক টাইপ, সাইট URL এবং সাইট এর ধরন সিলেক্ট করুন। এবার স্টেপ-২ এ আপনার ইউজার নেই, ইমেইল ও মোবাইল নম্বর দিয়ে সাবমিট করুন। ব্যাস কাজ শেষ। এরপর এইকাউন্ট এ লগইন করে Placement থেকে Ad এর ধরন ও মাপ সিলেক্ট করে কোডটি আপনার সাইট এর নির্দিষ্ট যায়গায় বসিয়ে দিলেই হয়ে যাবে।

ভিডিওর মাধ্যমে দেখতে চাইলে ক্লিক করুন এখানে :  Youtube Video

শেষ করার জন্য কিছু কথা:

অ্যাডসেন্স তো অ্যাডসেন্সই। এর কোন বিকল্প হবেনা। তবে আমি মনে করি যারা ডাউনলোডিং সাইট এর জন্য বিজ্ঞাপন সাইট খুজছেন অথবা অ্যাডসেন্স পাচ্ছেন না তাদের জন্য গুগল অ্যাডসেন্স এর সেরা বিকল্প রিভিনিউহিটস। নিজেই ব্যবহার করে দেখুন তাহলেই বুঝবেন। জানিনা টিউনটি কেমন হয়েছে, কতটুকু বুঝাতে পেরেছি বা কতটুকু ভুল করেছি কিন্তু অনেক চেষ্টা করেছি সব কিছু গুছিয়ে লিখতে। ভুল হতেই পারে যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন এবং টিউমেন্টে ভুলগুলো ধরিয়ে দিবেন। সবাই কে ধন্যবাদ এতক্ষন ধরে টিউনটি পড়ার জন্য।

Level 0

আমি রাশেদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Some persons have some own dreams like me. My dreams to be a good freelancer who earn money from internet throw his activities. I want to show my creativity with this site. That's why I want permission from admin.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সাইন আপ করলাম আপনার রেফালেই …………………