Adsense Help (অ্যাডসেন্স সাহায্য প্রয়োজন)

Need Adsense Help (অ্যাডসেন্স সাহায্য প্রয়োজন)

আসসালামুয়ালাইকুম আজ আমার একটা  help লাগবে please যারা অ্যাডসেন্স নিয়ে কাজ করতেছেন বা কাজ করেন তারা একটু হেল্প করবেন। আমি প্রথমে একটা ব্লগ থেকে অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করি এবং সেটি আপ্প্রভ হয়। ইউটিউব থেকেও সেই একই ইমেইল দিয়ে chaneel খুলি এবং monitize এর জন্য আপ্প্রভ হয়। কিন্তু বিষয় হল আমি যখন আমার ব্লগার এর ড্যাশবোর্ড এ প্রবেশ করি তখন দেখি যে আমার Earnings Tab টি শো করে না। অনেক সেটিংস্‌ এবং ল্যাঙ্গুয়েজ সেটিংস্‌ ও চেক করি তারপরেও Earning Tab টি শো করে না। উল্লেখ যে আমি ল্যাঙ্গুয়েজ সেটিংস্‌ english এই করে রেখেছি।

আমার প্রথম প্রশ্ন আমি কিভাবে earning tab শো করব?

দ্বিতীয় প্রশ্ন হল আমার এই আপ্প্রভ অ্যাডসেন্স এ কি আমার অন্য ব্লগ এর জন্য ব্যবহার ব্যবহার করতে পারব ? যদিও নতুন ব্লগ এর ড্যাশবোর্ড এ এখন লেখা দেখাই your blog is not currently qualify for adsense sign up. কিন্তু আমার নতুন ব্লগ এ ১০ টির মত unique copyscape pass content আছে এবং এর বয়স এক মাস হবে।

আমার দুইটা প্রশন আরও ভালো clear করার জন্য নিচে দুইটা প্রশ্ন এর জন্য দুইটা স্ক্রীনশট বা photo দিলাম। Please এক্সপার্ট ভাই এরা একটু হেল্প করবেন।

 

 

 

 

 

 

 

যারা ভালো ভাবে অ্যাডসেন্স সম্পরকে জানেন এবং এক্সপার্ট আছেন আমি সুধু তাদের কাছ থেকেই সাহায্য আশা করি।

 

 

 

 

 

Level 0

আমি নাজিম উদ্দীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস