আমি ডোমেইন ও হোস্টিং নিতে চাই কিন্তু সেটা payza বা bkash দিয়ে প্লিস কেউ সাজেশন দেন

আসসালামুয়ালাইকুম, আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের কাছে আমার একটা সমস্যা নিয়ে হাজির হয়েছি। আমি আমি ডোমেইন ও হোস্টিং নিতে চাই কিন্তু সেটা payza বা bkash দিয়ে। কিন্তু অনলাইনে যেসব ad দেখছি তাতেও ট্রাই করছি। কিন্তু মনের মত হয় নি। কিন্তু সবথেকে বড় সমস্যা হল সেগুলা সব পেপাল দিয়ে। এমন কি টেক্টীউন্স এ যে হোস্টিং এর অ্যাড তাতে ফর্ম ফিল আপ করতে গিয়েও দেখি তারা যে সব পেমেন্ট এর অপ্সহন রাখছে তাতে দেখি শুধু পেপার আমার চেনা। বাকিগুল্লার নাম চিনি না।আমি অনেক চেস্টা করেও পে পাল খুলতে পারিনি। আর মাস্টার কার্ড থাক্লেও ৩০$ দিয়ে একটীভ করা লাগে বলে করি নাই। শুধু পেজা ভেরিফাইট আছে আর বিকাশ তো আছেই।

সব সমস্যা একসাথে নিচে দিলাম।

১। পেয়যা বা বিকাশ দিয়ে কিভাবে ডোমেইন আর হোস্টীং কিনবো মানে কোথায় থেকে কেনা যায়?

২ আমি কি ব্লগস্পট সাইট এ এই ডোমেইন যুক্ত করতে পারবো?

৩। ব্লগার সাইট এ যুক্ত হলেও কি হোস্টিং কিনতে হবে?

৪। ব্লগার সাইট দিয়ে যদি কেউ সাইট বানায় চালাইতেছেন তাহলে লিঙ্ক দিয়েন আমি ভিসিট করবো

উপরের সমস্যাগুলতে আছি। প্লিস কেউ বলেন কি করব। আর কেউ কোন লিঙ্ক দিলেও দিতে পারেন। আগে কেউ টিউন করে থাকলে তার টিউন ও দিয়েন। আশা করি টেক্টীউন্স এর মত বিশাল সাইট থেক এতটুকু সাপর্ট আমি পাব। ধন্যবাদ। উওত্তরের অপেক্ষায় থাকলাম।

আমি নুসরাত জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

apni https://www.mylighthost.com thke dekte paren . ar oder kase phone kore jante paren friend er moto . oder contact number oder site e paben ar live chat support ase .

Level New

blogspot site e domain add krte parben tar jonno hosting lagbe na…..only premium domain required.

Godday theke dot com domain kom khoroche nite chaile jogajog korun. fb: http://www.fb.com/tasdir.ahmmed.1 email: [email protected]

আমরা বাংলাদেশে বিকাশ ও পাইজার মাধ্যমে ডোমেইন ও হোস্টিং বিক্রয় করে থাকি । আমরা ডোমেইনের সাথে ফুল কন্ট্রোল প্যানেল সহ DNS MANAGEMENT, EMAIL FORWARDING ও ID PROTECTION দিয়ে থাকি । আর আপনি যদি বগ্লার এর সাথে ডোমেইন ব্যবহার করতে চান, তাহলে শুধু ডোমেইন কিনলেই হবে ।

আমরা 24/7 লাইভ চ্যাট , স্কাইপ ও ফোনে সার্পোট দিয়ে থাকি । যোগাযোগ করুন : 019 2020 5237 | ওয়েবসাইট – https://netcone.com

http://solvehostbd.com : আমরা আপনাকে যেকোনো পেমেন্ট ( বিকাশ/পাইজা/পেওনির/পেপাল ) এর সাহায্যেই ডোমেইন এবং হোস্টিং দিতে পারবো । আপনার ডোমেইন কে ব্লগার এ কাস্টম ডোমেইন হিসেবে অ্যাড করলেই আপনি সহজেই ব্লগার এর সাহাজ্জে আপনার ডোমেইনটি ব্যবহার করতে পারবেন ।

আমাদের এখানে ফুল কন্ট্রোল প্যানেল সহ ডোমেইন মাত্র ৭৫০/-

এবং আমরা সকল প্যাকেজ এ LiteSpeed Server ব্যবহার করছি, যা Apache বা Nginx থেকে অনেক বেশি ফাস্ট এবং এর সাথে রয়েছে Maria DB ডাটাবেজ সার্ভার ।
যা আপনার ওয়েবসাইট এর ডাটাবেজ কে আরও দ্রুত লোড করে ওয়েবসাইট এর লোডিং স্পীড বাড়িয়ে তুলবে বহুগুন ।
এজন্য অন্য হোস্টিং নেবার আগে দেখে নিন আপনার Cpanel Litespeed সার্ভার এ চলছে কিনা

আপনাকে ২৪ ঘণ্টা দিন রাত সেবা দেয়ার জন্য আমাদের রয়েছে এক্সপার্ট সাপোর্ট টীম । লাইভ চ্যাট , ফোন এবং স্কাইপে এর মাধ্যমে আমরা সেবা দিয়ে থাকি ।

যোগাযোগঃ ০১৫১৫২৭০৫৭২ , ০১৮২৩৮৯০৫৫০
আমাদের সাইট solvehostbd.com
আমাদের ফেসবুক পেজ http://www.facebook.com/solvehostbd

http://www.deshisoft.com e dekte paren……asa kori valo kichu paben

ধন্যবাদ। আমি ও আমার বন্ধুরা প্রাথমিক ভাবে এই মাসে ডোমেইন সার্ভিস শুরু করেছি।গ্যারান্টি সহ ফুল ডোমেইন কন্ট্রোল প্যানেল দিচ্ছি এই বছর মাত্র ৭৫০/- টাকাতে। পরবর্তী বছর রিনিউ/ট্রান্সফার ফি ৮২০/- মাত্র। অপরদিকে বেশ কিছু ডোমেইনে রেজি: করতে ছাড় দেওয়া হচ্ছে তাছাড়া ইচ্ছা করলে নেমসিলো হতেও আপনি ডোমেইন রেজি: করতে পারেন। আমাদের সাইট http://www.nabinbangla.net/

১। পেইজা বা বিকাশ দিয়ে আপনি হোস্ট মাইট থেকে হোস্টিং কিন্তে পারবেন – http://hostmight.com/
২ । হ্যা, আপনি ব্লগস্পট সাইট ডোমেইন যুক্ত করতে পারবেন ।

৩। ব্লগার সাইট এ যুক্ত করতে হোস্টিং কিন্তে হবে না , ডোমেইন হলেই হবে ।

Level 0

eicra.com