একটা অনলাইন শপ করতে চাই, আপনার পছন্দের নাম বলুন

আমি একটা অনলাইন শপ করতে চাই। ওয়েব ডিজাইন পার্ট নিয়ে টেনশন নাই। কিন্তু সুন্দর একটা নাম দরকার। নামটা হতে হবে সহজে মনে রাখার মত, বেশী লম্বা নাম ভাল হবে না,  বাংলায় হলে ভাল, সহজে ইংরেজীতে বানান করা যায় এবং সবচেয়ে বড় কথা ডোমেইন যেন ফাকা থাকে, কেননা আমি যেই নামটাই খুজি সেটা রেজিষ্টার্ড কিন্তু পেজ আপ নাই। বড়ই দুঃখজনক। এত সুন্দর সুন্দর ডোমেইন কিনে বসে আছে কিন্তু পেজ নাই। আবার কিছু কিছু পেজ আছে কিন্তু এত বাজে ডিজাইন যে আমি ক্রেতা হলে ওই পেইজে অবশ্যই যেতাম না। অনেক সুন্দর একটা পেউজ করার ইচ্ছা নিয়ে শুরু করছি। ইনভেষ্টমেন্ট নিয়েও কোন সমস্যা নাই সুতরাং ব্যান্ডিংও ভালভাবে করতে পারব আশা করি।

শুধু ঝামেলা হচ্ছে নাম নির্বাচন নিয়ে। কোনভাবেই ভাল নাম খুজে পাচ্ছি না। তাই বিজ্ঞ এবং অভিজ্ঞদের পরামশর্ চাচ্ছি। বিগবাজার, বেষ্টবাজার, এইবাজার, সেইবাজার সব ট্রাই করেছি কিন্তু নাম ফাকা নাই।

আর হ্যা অনলাইনে ব্যান্ডিং নিয়ে কারো কোন পরামর্শ থাকলে অবশ্যই স্বাগত জানাবো। যদিও আমার সাথে কয়েকজন টেকপিতলা পাবলিক আছে, কিন্তু গনমতের একটা অন্যরকম ভ্যালু থাকে, তারপর আবার অধিক সন্যাসিতে গাজন নষ্ট হওয়ার সম্ভাবনাও ফেলনা নয়।

সব কিছু মিলিয়ে মতামত আশা করছি। টেকপিতলা এবং টেকটিউনারদের বুদ্ধি খিচুড়ি পাকিয়ে দেখি কোন ভাল সমাধানে আসতে পারি কি না। শুধু অনুরোধ থাকবে, আলতু-ফালতু মতামত নিয়ের নিজের এবং টিউনারদের অপমান করবেন না।

 

 

 

 

Level 0

আমি এ্যাপাচি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কাছে আয়.com