Windows 10 বাংলা সমস্যা!!!! অভিজ্ঞদের কাছে Help চাচ্ছি!!!!

আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহ'র রহ্মতে ভাল আছেন। Techtunes হচ্ছে এমন একটি Technology site যেখানে আমিসহ আরো হাজার হাজার মানুষ প্রতিদিন Technology-এর নানা বিষয় সম্পর্কে জানতে ও শিখতে পারছি। আমি প্রায় তিন বছর+ সময়ধরে Regular Techtunes Visit করে আসছি। সেই প্রথমবার থেকে এখন পর্যন্ত Techtunes-থেকে বিভিন্ন বিষয় ও সমস্যার সমাধান আমি পেয়েছি। যা আমাকে Technology-এর সম্পর্কে আরো বেশী জানতে, শিখতে এবং কাছে আসতে মুখ্য ভূমিকা পালন করেছে। আমি গত বছরগুলোতে যেমনি দেখেছি Techtunes-এ বিভিন্ন মানুষকে সমস্যা নিয়ে আসতে, ঠিক তেমনি দেখেছি মানুষকে বিভিন্ন সমস্যার সমাধানও নিয়ে যেতে। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমি টেকটিউনস-এর সকল  টিউনারদের কাছে একটি সমস্যা নিয়ে সাহায্য প্রার্থী এবং আমি আশা করছি অভিজ্ঞরা আমার সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসবেন।

আমি আজকে যখন Windows 10 Pro (x86) Install দেই, তখন একটা সমস্যার সম্মুখীন হয়েছি। আর সেটা হল আমি যখন Internet Browse করি তখন Facebook, Techtunes-সহ অন্যান্য site-এ বাংলা লেখার যুক্ত বর্ণ গুলো ঠিকভাবে দেখতে পারছিনা। নিচের Screenshot-গুলো দেখলে বিষয়টি আরো clear হবেঃ

১. Facebook:

 

২. Techtunes:

আমি আমার PC-তে Solaiman Lipi, Siyam rupali-সহ অন্যান্য Bangla Font Install করেছি তারপরেও যুক্ত বর্ণ গুলো ঠিকভাবে আসছেনা। এটাকি আসলে Windows 10-এর সমস্যা নাকি অন্য কোনো সমস্যা? এখন আমি এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পেতে পারি?? এই সমস্যার ব্যাপারে আমি সকল টিউনারদের কাছে সাহায্য চাচ্ছি। সাহায্যের জন্য টিউনারদেরকে জানাই অগ্রীম ধন্যবাদ।

Level 0

আমি নাজিরুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস