হেল্প চাই হেল্প চাই হেল্প চাই

হেল্প চাই   হেল্প চাই   হেল্প চাই

আসসালামু আলাইকুম। রমজান প্রায় শেষের দিকে। আশা করি সবাই ভাল আছেন। রমজান ও অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল। আমি দীর্ঘদিন থেকে টেকটিউনের সাথে আছি। টেকটিউন থেকে অনেক উপকৃত হইছি। কিন্তু কখনো কোনদিন টিউন করা হয়নি। আজ বড় সমস্যায় পড়ে টেকটিউনের বিশেষজ্ঞদের স্বরনাপন্ন হলাম। আশা করি আমার এই আশু সমস্যার সমাধান দিতে টেকটিউনের কোন বড় ভাই  এগিয়ে আসবেন। আজ ২ দিন হয় মোবাইল দিয়ে ফেইসবুকে পত্রিকার লিংক থেকে কোন পাতা খুলে পড়তে গেলে বার বার একটি বার্তা চলে আসে। কিন্ত ব্যাকে চলে গেলে পুরা লিংক থেকে বের হয়ে যায়। পুনরায় দিলে ও একই সমস্যা দেখায়। তাই কোন কিছু ঠিকমতো পড়তে পারছিনা। বুঝতে পারছিনা কেন বার বার এমন হচ্ছে? নাকি সেট কোন ভাইরাস দ্বারা আক্রান্ত হল? যদি ভাইরাসে আক্রান্ত হয় তা হলে কি করতে হবে বা   এখন থেকে  কি ভাবে নির্ভেজাল ভাবে পত্রিকা পড়তে পারি কেউ সঠিক সমাধান দিয়ে উপকৃত করবেন। টেকটিউনের বড় ভাইরা কি একটু হেল্প করবেন।  নিম্নে স্ক্রিনসর্ট দিলাম।

এই বার্তাটি বার বার আসে

মোবাইল থেকে কিভাবে স্ক্রিনশট দিতে হয় আমার জানা নেই। স্ক্রিনশট দেয়ার সঠিক পদ্ধতি না জানার কারনে এখানে দেখা যাচ্ছেনা। কোন ভাই যদি ইচ্ছে করেন তবে  স্ক্রিনশট দেয়ার সঠিক পদ্ধতি জানাবেন। অথবা টিউমেন্টে কিভাবে স্ক্রিনশট দিতে হয় জানালে টিউমেন্টে ছবিটি দিয়ে বুঝাতে পারতাম। অবশ্য টিউনের বাম পাশে যে ছবিটি দেখা যাচ্ছে এই ছবিটিই বার বার আসে। ভাল থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।

Level 0

আমি saky। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার মনে হয়তেছে এটা একটা Add. Download Now এর পাশে যে X আছে সেখানে Touch করলেই Add টা চলে যাবে আর Main Link টা Open হবে। Try করে দেখতে পারেন।

Level 0

ফিরোজ খান ভাই, টিউমেন্ট করার জন্যে ধন্যবাদ। আপনার কথামতো ট্রাই করেছি। কিন্তু একই অবস্থা পেইজ থেকে বের হয়ে যায়।