জুমলা-(সাহায্য চাই) টেকিরা একটু সাহায্য করুন

আমি জুমলা দিয়ে একটা সাইট বানিয়েছি।সাইটটি freehostia তে host করেছি,domain

.cz.cc থেকে নিয়েছি।সমস্যা হলো-সাইটিটে Registration করার পর বলে mail আপনার

email ঠিকানায় পাঠানো হয়েছে।কিন্তু mail যায় না।এমন লিখা আসে। contact পাতাতেও একই রকম হয়।আমি একটা .com domain কিনতে চাই।কিভাবে,কোথায়,কত টাকা লাগবে,কারা দেয় জানালে এবং উপরিউক্ত সমস্যার সমাধান দিলে অনেক উপকৃত হবো।

Level New

আমি sayid88। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডোমেইনে সমস্যা না। সমস্যা আপনার হোস্টিংয়ে। ওদের সার্ভারে মেইলিং ফাংশনটা ইন্সটল করা নেই। এজন্য মেইল যায়না। আপনি হোস্টিং পরিবর্তন করলে সমস্যার সমাধান হবে।
আর ডোমেইন বাইরে থেকে নিতে চাইলে আমার পছন্দ Namecheap.com

————————————————–
Movie, Music, Ebooks, Software all is here.

    Level New

    আপনাকে ধন্যবাদ মন্তব্যের জন্য।অন্য হোস্টিংয়ে ব্যাপারটা বুঝলাম না।

    অন্য কোন কোম্পানীতে হোস্ট করুন। যাদের সার্ভারে এইসব কিছু ঠিকমত ইন্সটল করা যায়।
    যেমনঃ Mongoldhoni.org
    এরা ফ্রীতে সিপ্যানেল হোস্টিং দেয়। এটা দেশী একটা কোম্পানী।

    ————————————————–
    Movie, Music, Ebooks, Software all is here.

C-panel থেকে mail configure করুন।

আমার জানা মতে http://www.starhostbd.com ভালো
তবে আমি http://www.esoft.com.bd থেকে কিনেছি

    স্টারহোস্ট নিয়ে গ্রাহকদের অভিযোগের অন্ত নেই।
    আর আমার মতে ডোমেইন দেশে থেকে না নেয়াই ভাল। কারণ বেশিরভাগ কোম্পানীই খচ্চর। যদি কেউ চেনা জান থাকে তাহলে অবশ্য আলাদা কথা।

    ————————————————–
    Movie, Music, Ebooks, Software all is here.

    Level New

    জাকির ভাই,C-panel থেকে mail configure কিভাবে করব যদি কষ্ট করে একটু বলতেন…আপনাকে ধন্যবাদ।

প্রথম administrator এ যান তার পর Global Configuration তার পর Server এ যান।হাতে ডান পাশে নিচের value গুলো সেট করুন
Mailer :smtp
Mail from :[email protected]
From Name :[email protected]
Sendmail Path:যা আছে তাই
SMTP Authentication : Yes
SMTP Security :SSL
SMTP Port : 465
SMTP Username: [email protected]
SMTP Password :Password of your email address
SMTP Host :smtp.gmail.com
আশা করি কাজ হবে

    Level New

    মাসুদ ভাই,আপনাক ধন্যবাদ দিব না।রাগ করলেন? আপনাকে অন্তর থেকে ভালোবাসা দিলাম।

    tnx

    Level New

    ভাই ভালোবাসা ফেরত নিলাম(হা হা হা),কাজ হয় না।SMTP Error! Could not connect to SMTP host.
    এতা দেখায়।

    may be আপনার কিছু একটা ভুল হইছে,আপনি আমাকে একটা প্রিন্ট স্ক্রীন( administrator >Global Configuration>Server)পাঠালে আমি ভুল টা কি ধরতে পারতাম
    [email protected]

    Level New

    মাসুদ ভাই, administrator এ Global Configuration এর Server এ গুতোগুতি করতে গিয়ে আমি এখন administrator এ ধুকতে পারি না ।বলে Unable to connect
    Firefox can’t establish a connection to the server.
    * The site could be temporarily unavailable or too busy. Try again in a few
    moments.
    * If you are unable to load any pages, check your computer’s network
    connection.
    * If your computer or network is protected by a firewall or proxy, make sure
    that Firefox is permitted to access the Web.
    আমার এক মাসের কষ্ট করে বানানো সাইট শেষ।আবার নতুন করে শুরু করলাম।বানানোর পর আপনার সাথে contact করব।আপনাকে ধন্যবাদ।([email protected])

    আপানার ডোমেইন ডাটা বাসের সাথে conflict করছে
    ভাই আপনি আমার সাথে মেইল এ যোগাযোগ করেন।আপনার ১ মাসের শ্রম বিফলে যাবে না ।অথবা আমাকে ফোন করেন ০১৭১২৮৯৪৮৫৮

    যাক শেষ পর্যন্ত কাজ হল

    Level New

    আপনার জন্যই সম্ভব হল।ভালো থাকবেন।আবার কথা হবে।

Level New

চাইলে আপনি আমার কাছ থেকে ১ বছর জন্য ফ্রি হোষ্টিং নিতে পারেন। তবে ফ্রি ডোমেইন দিতে পারবো না 😛 চাইলে আমার কাছ থেকে ডোমেইন কিনতে পারেন 🙂
http://www.2funhost.net/

Level New

ও আরেক টা কথা আজকে আমার server change এর কাজ চলতেছে

আপনার সমস্যার কি সমাধান হয়েছে? না হয়ে থাকলে হোস্টিং পাল্টে ফেলুন।

Level New

বাবর ভাই, কোথায় পাল্টাব? আমি আপাতত free hosting নিয়ে পরীক্ষা করে দেখতে চাই, পরে operate করতে পারব কি না! তবে domain কিনব। তাছাড়া আমার বেশি জায়গাও লাগবে না(৫০-৬০MB)।আপনাকে ধন্যবাদ।

    আপনার ফ্রীতে লাগলে Mongoldhoni.org ট্রাই করতে পারেন। এরা ফ্রীতে সিপ্যানেল হোস্টিং দেয়।

ভাই, সব থেকে সহজ একটা আইডিয়া দেই। আপনে তো বিগেনিং লেভেল এর তাই না? cc.co, cz.co সব ই তো সাব ডমেন, এগুলা ডেমন না, আপনে এখানে যান এখানে আপনে সাব ডমেন পাবেন, হোস্ট করতে পারবেন, সার্ভার ও অনেক ভালো, সব পাবেন ফ্রী। তাও মজার কথা হলো কনো জুমলা টুমলা ইউস করতে হবে না, টেমপ্লেট দেয়া আছে, সব সেট করা আছে জাস্ট নিজের মন মত ডাটা বসাবেন, কাস্টমাইজ ও করতে পারবেন। ওখানে ব্লগিং, মেম্বার প্রোফাইল সহ আরো কিছু ভালো প্লাগ ইনস আছে, এড করে নিলেই হবে। এখানে যান http://www.webs.com

    Level New

    Pudina Pata ভাই এতো সহজ ভাল লাগে না।তাছাড়া website সম্পর্কে আমার জ্ঞান 0 হলেও আমি wordpress এ ভালোভাবেই ব্লগ বানাতে পারি এবং joomla দিয়ে website ও blog দুটোই বানাতে পারি।সমস্যা হয় server এ uploadর পর।উপরিউক্ত সমস্যাই আমাকে কাবু করে ফেলে।আপনাকে ধন্যবাদ।

    ও আমি ভাবলাম একদম নিউ ইউসার আপনে। তাহলে তো আমার থেকে ভালো জানেন আপনে। সরি কিছু মনে করবেন না। আপনে কেনো রাগ হলেন ঠিক বুঝলাম না।
    ভালো থাকুন

    Level New

    না ভাই আমি রাগ করিনি।

somossa ta domain e nei. somossa hocche hosting e onader hosting e problem ache tai mail jacche nah. apni hosting poriborton korle thik hoye jbe. Ami https://www.bhavitrahostbd.com er hosting use kori besh kichu bohor dhore. apni website e deoa number e call korle hoyto 3 mas r ekta free trail o pete paren.
Noile apni https://www.xeonbd.com/ thekeo nite paren era besh valo support day kono problem hole