প্লিজ হেল্প রুট এর সমস্যা এড়িয়ে যাবেন না প্লিজ

আসসালামু ওয়ালাইকুম। টেকটিউনস ভাইরা সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন। আমার ফোনের এক সমস্যার জন্য আপনাদের কাছে এসেছি। আশা করি আপনারা সাহায্য করবেন। রুট নিয়ে সমস্যাটা। আমার ফোন Winmax W800 PLUS KITKAT [4.4.2] রুট হয়তে চাই না। সব অ্যাপ ব্যবহার করছি কিন্তু রুট হতে চায় না।ফেইল্ড দেখায়।পিসি দিয়ে ও চেষ্টা করলাম কিন্তু কাজ হল না। মোবাইল আনকেল টুল দিয়ে দেখলাম System >>>Bin>>>Su [এই নামে কোনন ফাইল নাই] আবার, System >>> XBin >>> Su [ফাইল টা নাই] এই জন্য রুট হয় না। এই ফোন আগে জেলি বিন ছিলো কিন্তু কাস্টমার কেয়ার এ গিয়ে কিটকেট করে আনছিলাম এরপর রুট হয় না।কাস্টমার কেয়ার অনেক দূর তাই যাইতে পারি না। অনেক যায়গায় খুজাখুজি করলাম কিনতু পারলামনা। আপনারা তো অনেক ফোনের জন্য অনেক সফটওয়্যার বানান আমার জন্য একটা বানান। King-Root [Update With Net Connection],Kingo Root [PC], FramaRoot,TowelRoot,I root, SRS Root,Ping-Pong Root, Mobile-Uncle Tool, Root Master [Update] King-User,King Root Master ETC. আরো অনেক কিছু ব্যবহার করছি কিনতু একটাই ও কাজ হয় না সব গুলোই ফেইলড দেখায়। সবাই বলে জেলি-বিন ই ভালো ছিল রুট হয়ই তো কিনতু জেলি-বিন তো করা যায় না।করা যায় কিনতু তা যানি না। সবকিছু তে বেরথ। কত লোককজন রে যে জিগগেস করছি সবাই বলে কোন সাইট এ গিয়ে বলো কিনতু এটাই তো সবচেয়ে বড় সাইট। এখন আপনাদের আশায় বসে আছি। আপনাদের হেল্প এর আসায় বসে থাকলাম। প্লিজ রুট করতে হেল্প করেন প্লিজ। একটা টিউমেন্ট করে বলবেন ভাই।

Level 0

আমি অচেনা পৃথিবী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস