WordPress Expert দের সাহায্য চাই। Please Help

————————– بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–

আসসালামু আলাইকুম

আশা করি আপনারা সবাই ভাল আছেন । যারা WordPress Expert তাদের কাছে আমি আজ সাহায্য চাচ্ছি। আমি HTML ও CSS একটু বুঝি খুব বেশি না। HTML ও CSS দিয়ে আর PHP এর কোড ( যা বিভিন্ন Tutorial থেকে কপি করে নেওয়া )দিয়ে একটি WordPress  থিম বানিয়েছি। আর WampServer দিয়ে আমার PC তে ইন্সটল করেছি। যাতে আমি header, footer, menu,sidebar, সব কিছুই করতে পেরেছি । আমি  WordPress widgets গুলো ব্যাবহার করতে পারছি। এখন  WampServer এ আমার সাইটটি এমন দেখাচ্ছে।

আমি Advanced Excerpt Top 10 নামে দুইটি প্লাগিন অ্যাক্টিভ করেছি। আমি পোস্ট লিখতে গেলে Featured image এর option টাও পাচ্ছি। আমি নতুন পোস্ট দিলে তা এইভাবে একটার পর একটা আসছে।

যা দেখতে ভালো লাগছে না। আর Featured image ও আসছে না। আমি চাচ্ছি আমার পোস্ট area টা দেখতে সুন্দর হোক যেমন :

এখানে প্রতিটি পোস্ট সুন্দর ভাবে আলাদা আলাদা ভাবে শো করছে। thumbnail ও সুন্দরভাবে আসছে। আমি করে আমার সাইট এ এইরকম করতে পারি। আমার বেশি ডিজাইন এর দরকার নেই সুধু পোস্ট গুলো আলাদা আলাদা Border এ থাকতে হবে ও thumbnail টা যেন ভালো ভাবে আসে।

যারা Expert  তারা বুজতে পেরেছেন আমি কি চাইছি । কেউ হেল্প করলে খুব কৃতজ্ঞ থাকবো ।যদি এই সম্পর্কে কোন বই বা ভিডিও Tutorial  এর লিঙ্ক থাকে যা দেখে বা পোড়ে আমি আমি আমার সাইট এর অই অংশের ডিজাইন টা করতে পারবো please আমাকে দিবেন। বই বা ভিডিও Tutorial  টি বাংলায় হলে বেশি ভালো হয়।

বা আপনাদের কাছে যদি এমন কোন ফাইল বা কোড থাকে যা ব্যাবহার করে আমি কাজটি করতে পারবো please আমাকে দেবেন।

আশাকরি কেউ না কেউ আমকে হেল্প করবেন।

ধন্যবাদ

Level 0

আমি মাসুদ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মাসুদ হোসেন ভালোবাসি বিজ্ঞানকে


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি কি ধরনের সাইটে কাজ করেন„ এরকম নাকি…
SpeakBd.Com