দৃষ্টি আকর্ষণ করছি যারা অ্যাডসেন্স গুরু আছেন কিংবা কাজ করছেন! দয়া করে বিষয়টি এড়িয়ে যাবেন না!!

আসসালামু আলাইকুম।

আমি টিটির একজন নিয়মিত টিউমেন্টর। এখানে যারা অভিজ্ঞ টিউনার আছেন মূলত যারা অ্যাডসেন্স নিয়ে কাজ করছেন তাদের কাছে আমি পরামর্শ চাচ্ছি গুগল অ্যাডসেন্স বিষয়ে। নিম্নোক্ত প্রশ্নগুলোর রিভিউ দিলে কৃতজ্ঞ থাকিব। তাছাড়া আমার মত যারা অজ্ঞ নবীন ভিজিটর আছেন বা অ্যাডসেন্স নিয়ে কাজ করবেন তাদের উপকারে আসবে বলে মনে করি।

 

যে সমস্যার মুখোমুখি:

১। প্রথমত গুগল অ্যাডসেন্স সম্পর্কে। বর্তমানে ইউটিউব হতে পাওয়া অ্যাডসেন্স কোড কোন ফ্রি সাইটে ব্যবহার করা যাবে গুগল ব্লগস্পট নাকি সেলফ হোস্টেড সাইট?
২।মনে করি ব্লগস্পট সাইটে তথা ব্লগস্পট দ্বারা অ্যাডসেন্স ক্রিয়েট করেছি। অতপর পরবর্তী সেখানে যদি পেইড ডোমেইন (মূলত ব্লগস্পট সাইটের নামের সাথে মিল রেখে) রিডাইরেক্ট/সংযুক্ত করি তাহলে কোন সমস্যা হবে কি? এই ক্ষেত্রে ব্লগস্পট সাইট হতে পাওয়া অ্যাডসেন্স অন্য কোথাও তথা পেইড ডোমেইন কিংবা সেলফ হোস্টেড সাইটে ব্যবহার করা যাবে কি?

৩। ব্লগস্পট সাইট হতে পাওয়া অ্যাডসেন্স অন্য কোন ব্লগস্পট সাইটে ব্যবহার করা যাবে কি? ব্লগস্পট সাইট হতে পাওয়া অ্যাডসেন্স কোড কতটি সাইটে ব্যবহার করা যায়?

৪। আমার যে মেইলটি আছে সেখানে ৪ টি ব্লগ রয়েছে। এখানে অ্যাডসেন্স ক্রিয়েট করতে গেলে যে অ্যাডসেন্স কোড পাব তা ৪ টি ব্লগেই ব্যবহার করা যাবে ? নাকি ৪ টির জন্য আলাদাভাবে প্রসেস করতে হবে?

৫। ব্লগ/সাইটে অ্যাডসেন্স এর কতটি অ্যাড দেখাতে পারব? অ্যাডসেন্স এর পাশাপাশি কি ইনফোলিংক, চিতিকা কিংবা ইয়ালিক্স মিডিয়ার অ্যাড শো করা যাবে কি?

৬। ব্লগস্পট সাইটে অ্যাডসেন্সে যাতে অবৈধ ক্লিক না পড়ে এই রকম কোন প্রটেকশনের ব্যবস্থা আছে কি?

৭। যেহেতু ইমেইল ক্রিয়েট করার সময় অন্য নাম ও ঠিকানা ব্যবহার করেছিলাম। বর্তমানে অ্যাডসেন্স অ্যাপ্রোভ করতে গিয়ে কিভাবে নাম ও ঠিকানা দিব কিংবা সংশোধন করব?

৮। বাংলাদেশের কোন ব্যাংকের মাধ্যমে অ্যাডস্নেস চেক ভাঙ্গানো যাবে ও কত ফি দিতে হবে? আমার ইসলামী ব্যাংকের ব্যাংক একাউন্ট আছে, সেখানে গুগলের চেক ভাঙ্গানো যাবে কি?

Level 0

আমি আসলাম মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ইসলামী ব্যাংকের ব্যাংক একাউন্ট এ চেক ভাঙ্গানো যাবে না, এমন কি , ই এফ টি পদ্দতিতে ও টাকা আনা যাবে না। ডাচ-বাংলা ব্যাংক ইউজ করেন।

Level 0

আমার ওয়েব সাইটে আমি adsense এর বিষয়ে সকল তথ্য দেওয়া আছে দেখে নিতে পার। http://www.toneysoft09.com