ল্যাপটপের Wifi সমস্যার সমাধান চাই। অভিজ্ঞ ভাইয়েরা হেল্প করুন প্লিজ!!!!!

ল্যাপটপের Wifi সমস্যার সমাধান চাই। অভিজ্ঞ ভাইয়েরা হেল্প করুন প্লিজ!!!!! 

আস্সালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

টিটিতে এটি আমার প্রথম লেখা্ । কোন ভুল হলে ক্ষমা করবেন। আমি একটা সমস্যায় পরেছি। আমার ল্যাপটপে Windows 7  সেটাপ দেওয়া ছিল, তখন আমি Wifi দিয়ে ইন্টারনেট use করেছি। কিন্তু Windows 8 সেটাপ দেওয়ার পর থেকে Wifi ON হচ্ছেনা। আগে আমি Fn+F3 কী চাপলে ON/OFF হত। কিন্তু এখন Fn+F3 চাপলে কিছুই হচ্ছেনা। দয়াকরে অভিজ্ঞ ভাইয়েরা একটু সাহায্য করুন, আমি কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি। আমার ল্যাপটপ Acer Aspire E1-570.

Level 0

আমি হাফিজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আহা কি সুন্দর পোস্ট

wifi driver win8 er jonno download kore install den

ওয়াইফাই ড্রাইভার লাগবে। ল্যাপটপের কোম্পানীর ওয়েবসাইটে দেখুন আপনার মডেলের জন্য উইন্ডোজ ৮ এর ওয়াইফাই ড্রাইভার দেয়া আছে কিনা। অথবা উইন্ডোজ আপডেট একবার চেক করুন। ওরা ওয়াইভাই ড্রাইভার না থাকলে ছোটখাট ড্রাইভার অপশনাল আপডেট হিসেবে দিয়ে থাকে(যদি ওদের কাছে থাকে) যা ভালই কাজ করে

http://fullsoft4download.blogspot.in/2015/01/download-driver-max.html?m=1
লিঙ্কে গিয়ে Driver Max ডাউনলোড করুন এবং ইন্সটল করুন ।তার পর সার্চ করে wifi driver ডাউনলোড করুন ।ব্যাস কাজ শেষ ।

    @নুর আলম নয়ন: ভাই আপনাকে অনেক ধন্যবাদ । আমার ব্লুটুথটাও কাজ করেনা। Driver Max থেকে Generic Bluetooth Adepter download করে install দিয়েছি তবুও কাজ করেনা।

@হাফিজুর রহমান: যদি ল্যাপটপ কোম্পানীর ওয়েবসাইট থেকে উইন্ডোজ ভার্সন অনুযায়ী ডাউনলোড করার পরেও কাজ না করে থাকে তো আর পদ্ধতি জানা নাই। আপডেট চেক করা বলতে বুঝিয়েছি যে Control Panel->Windows Update এ গিয়ে উইন্ডোজের আপডেট চেক করতে। চেক করা শেষ হলে Option Update সেকশনে ওরা মাঝেসাঝে ওয়াইফাই এডাপ্টরের ড্রাইভার দিয়ে থাকে। আর চেক করে নিন যে আপনার পিসিতে Airplane mode অফ করা আছে কিনা। অন থাকলে অফ করে নিন

@হাফিজুর রহমান: ৮ এ যেহেতু পাননি ৮.১ এও ড্রাইভার ছাড়া পাবার কথা না। নিশ্চিত করে কিছু বলার উপায় নেই। ড্রাইভারের জন্য যেখান থেকে ল্যাপটপ কিনেছেন তাদের কাছে নিয়ে গিয়ে দেখতে পারেন

@হাফিজুর রহমান আমার ও একি সমস্যা হয়ে ছিল । আমি কত সাইট গেটে ও গুগল থেকে সামাধান পেয়ে ছিলাম । আমার কাছে ড্রাইভার মাক্স ই বেস্ট মনে হয়েছে । সকল ড্রাইভার এখান থেকে আমি ইন্সটল করেছি ।