কিভাবে আমি পেনড্রাইভ এর মাধ্যমে লিনাক্স ব্যাবহার করতে পারব

কেমন আছেন সবাই? আমি ভালো। আজকে আমি আপনাদের থেকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস জানতে চাই লিনাক্স সম্পর্কে।

আমার লিনাক্স ইউজ করার অনেক ইচ্ছা আর শখ। আমি চাই আমি আমার হার্ডডিস্ক সেইফ রেখে এবং আমার Windows 8 অপারেটিং সিস্টেম ও রেখে লিনাক্স ব্যাবহার করি। অনলাইনে আমি যেইসব লিনাক্স ভার্সন পাইছি সবগুলা ২ জেবি এর উপরে (কালি লিনাক্স, উবান্টু) কম এমবি এর একটা লিনাক্স ভার্সন চাই।

আমি বিশেষ করে চাই পেনড্রাইভ এর মাধ্যমে ইউজ করবো আর তাতে আমি লিনাক্স ও ব্যাবহার করতে পারবো আর আমি উইন্ডোজ ও সুরক্ষিত থাকবে। আমি প্রয়োজনীয় টিউটোরিয়াল না পাওয়ার কারনে আপনাদের সাইটে সাহায্যের আবেদন করছি। এতে আমি আমার টেকি ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি।

Level 0

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nodezero এটা মূলত হ্যাকারদের জন্য। এর আছে ডিফল্ট ভার্চুয়াল মেশিন। ভার্চুয়াল মেশিন ছাড়াই অনায়াশে উইন্ডোজ সফটওয়ার চলে।

Level 2

আমি আপনাকে VM Ware use করার পরামর্শ দিচ্ছি। এর মাধ্যমে আপনি সহজে Windows এর সাথে অন্য একাধিক Operating System(Linux, Windows, Ubuntu) চালাতে পারবেন।এটি একটি software হিসেবে আপনার pc তে install করা থাকবে, তাই Hard Disk এর space নিলেও অন্যকোন ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই।

Amar kache Ubuntu 13.10 er cd ache. Ami caiteci amar windows er pasapasi ami Linux o calabo. Amar hard drive ar Windows er kono hamper na kore..

Level 0

আপনি উবুন্টুর নতুন ইউজার হলে Wubi দিয়ে ইন্সটল করতে পারেন। মানে চেখে দেখতে। এটা নিরাপদ, আপনি উইন্ডোজ এ থেকেই .exe সফটওয়্যারের মত ইন্সটল করতে পারবেন। উইন্ডোজের পাশাপাশি উবুন্টু ইন্সটল হবে। প্রথমে উইন্ডোজে থেকেই পিসিতে উবুন্টুর বুটেবল ডিভিডি প্রবেশ করান। তারপর ডিভিডি ওপেন করুন দেখবেন Wubi.exe ফাইল আছে। ডাবল ক্লিক করে উপেন করুন তারপর উবুন্টু ইন্সটলের প্রসেস আসবে বাকি কাজ নিজেই করুন। আর ছোট সাইজ চাইলে লুবুন্টু ডাউনলোড করুন সাইজ Lubuntu 14.04 705 MB এবং Ubuntu 14.04 987 MB.

    @Raju: আমি এই সাইজের মধ্যে চাইছিলাম। 😀

ধন্যবাদ রাজু ভাই… আমি যেই সিডি টা আনসি ওইটা Wubi এর।