এরা কি আসলেই কোন অধ্যাত্মিক ক্ষমতার অধিকারি

বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ কিন্তু এই বিজ্ঞান ও প্রযুক্তির যুগেও দেখা যায় যত সব অধ্যাত্মিকতা । মানুষ বর্তমানেও যে বিভিন্ন প্রতারনার শিকার হয় তা বিশ্বাস করার মত নয়। বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলে রাত ১১ টা থেকে বিভিন্ন অধ্যাত্মিক বাবার বিজ্ঞাপন দেখা যায় এমন কি চ্যলেন্জ সহকারে । মানুষের ক্ষতি থেকে সব ধরনের উপকার করা হয়ে থাকে যেমন = মনের মানুষকে কাছে আনা , মনের মিল করন, অবাধ্য স্বামিকে, সন্তানকে বাধ্য করা ।অিফিসের বসকে বাধ্য করা ইত্যাদি ইত্যাদি । অনেক সময় দেখা যায় যে যেসব টিভি চ্যানেলে বিভিন্ন ধরনের সাবধানতা করে থাকে তারাই আবার এই সব বিজ্ঞাপন প্রচার করে থাকেন এখানে আমি একুশের কথা বলছি না ।

দেখুন ভিডিও লিংকে

এরা কি আসলেই কোন অধ্যাত্মিক ক্ষমতার অধিকারি?????

আপনার মতামত প্রকাশ করুন । যদি আমার টিউনে কোন ধরনের ভূল থাকে সে জন্য আমি আন্তরিক ভাবে দুখিঃত।

Level 0

আমি ভূতের গলির বাসিন্দা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দূরে থাকুন মসায়,
যার গুন আছে সে বলে বেড়াবে না!
আর সে টাকাও চাইবে না!
খালি কলস বাজে বেশি।
ওদিকে না তাকিয়ে সবাইকে ভালোবেসে ভালোভাবে চলেন তাহলেই হবে।

Level 0

যার গুন আছে সে বলে বেড়াবে না! আর সে টাকাও চাইবে না! খালি কলস বাজে বেশি। এতে
আমিও একমত , তবুও দেখি কিছু মানুষকে বোঝাতে পারিনাকি
আপনার মতামতের জন্য ধন্যবাদ।