সকল ব্লগার ভাইদের সাহায্য চাচ্ছি (ডোমেইন-হস্টিং সংক্রান্ত )

টেকটিউনের সকল ভাইবোনদের আমার সালাম জানিয়ে শুরু করছি।

আমি খুদ্র এক্তজন প্রযুক্তিপ্রেমি,যে কিনা ফ্রিলান্সার হিসেবে  নিজের ক্যারিয়ার গরতে চায়।

আর এখন প্রফেশনাল ব্লগিং করার তাগিদে ডোমেইন ও হস্টিং কেনা জরুরি হয়ে পরেছে। তাই আশা করব এই বেপারে সবাই আমাকে সাহায্য করবেন।

আমার জানার বিষয়বস্তু -

কোন ওয়েবসাইট থেকে ডমেইন নিবো

কোন ওয়েবসাইট থেকে হস্টিং নিবো ( ১ গিগা)

ডলার কোথায় পাবো।

আপনাদের কমেন্টের আশায় রইলাম।

Level 0

আমি হৃদয় খন্দকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Hosting এর জন্য ডলার লাগবে না। গ্রীন- হস্টিং থেকে নেন। আমিও চালাই। খুব ভাল সার্ভিস ।
এরা বিকাশ এর মাধ্যমে পেমেন্ট নেই।
greenseotools . com

hosting nijer desher theke nin r domain godaddy.com theke

ডোমেইন ও হোস্টিং এর ক্ষেত্রে গ্রীন হোস্টিং বেশ বাংলাদেশে বেশ সুনাম করেছে। এদের কাস্টোমার সাপোর্ট অসাধারন। আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন… গ্রীন এসইও টুলস ডট কম। green seo tools. com