ইন্টারনেটে অতিরিক্ত ডাটা লস হচ্ছে আভিজ্ঞদের সাহায্যে চাই।

কয়েকদিন ধরে ইন্টারনেটে কানেকশন দিলেই অতিরিক্ত ডাটা লস হচ্ছে অথচ আমার কম্পিউটার এর সকল আপডেট বন্ধ করা রয়েছে তাও আপডেট কিসে হচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না। কানেকশন দিলেই ৫ মিনিটে ১৫-২০ তারও ও বেশি ডাটা খরচ হচ্ছে । বন্ধ করার জন্য প্রায় সব ধরনের পদ্ধতি অবলম্বন করেছি কিন্তূ কোন কাজ হচ্ছে না । কম্পিউটার এ কোন ভাইরাস নেই সম্পূর্ন সবকিছু আপটডেট। এভাবে চললে আমার প্রতিদিন ১ গিগার বেশি ডাটা লস হবে আগে নেট কনেকশন দিয়ে রাখলে কোন ব্রাউজ না করলে তেমন ডাটা খরচ হত না ১ ঘন্টা নেট কানেকশন দিয়ে রাখলে সর্বচ ৫ মেগাবাইট খরচ হত আর এখন ব্রাউজ না করলে ৫ মিনিটে ১৫ মেগাবাইট খরচ হচ্ছে। এই সমস্যা সমাধান পেতে পারি কিভাবে।

Level 0

আমি নামহীন ব্যক্তি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ভাইরাস নাই বললেন কিন্তু এন্টিভাইরাস আছে কি না সেটা বলেন নি। শুধু Windows Update বন্ধ করলেই আপনার অটো ডাউনলোড বন্ধ হবে না। পিসিতে ইনস্টলকৃত অন্য কোন সফটওয়ারও আপডেটের কাজটা করতে পারে। আপনি Task Manager খুলে Process এ যান এবং Running Process গুলো দেখলেই বুঝবেন কে আপনাকে ঝামেলা করছে।

Apner anit virus ta update korun. 100% ar data katbe na.

Asole anti virus gula ei problem ta create kore. Anti virus updated na hole ta sobsomoy update hote chay kintu apner update option off thakar karone ta update hote para na kintu data loss hoy.
Tai bol6i anti virus ta k update korun. 1000 % problem ar hobe na.

Kamrul Cox ভাই আমি আগে থেকে এটা করেছি তাও কোন কাজ হয় না ডাটা কেটেই যাচ্ছে।

ভাইরে আমিও আপনার মতো এই মামলায় ফাইসা গেছিলাম। পরে দেখলাম যে, এন্টিভাইরাস এর সব ধরণের আপডেট বন্ধ কইরা দিলে আর কাটে না আপনে ট্রাই করবার পারেন।