

আমি আমার ব্লগে অ্যাড দেয়ার জন্য AmaderAD ব্যাবহার করি কিন্তু গত ৫ দিন ধরে আমার ব্লগের কোন Impression ও Click গনা হচ্ছে না এ বিষয়ে আমি AmaderAD এ ইমেইল করেছিলাম কিন্তু কোন জবাব দিচ্ছে না। আমি তাদের ফেসবুক পেজেও আমার সমস্যার ব্যাপারে ৫ বার লিখেছিলাম কিন্তু প্রতিবারই আমার টিউমেন্ট কেটে দেয়া হয়। এখন সমস্যা কি আমার নাকি AmaderAD এর টা বুঝতে পারছি না। যারা আমাদের অ্যাড ব্যাবহার করছেন তাদেরও কি এই সমস্যা হচ্ছে? নাকি শুধু আমার সাথেই এই সমস্যাটা হচ্ছে?
একটু কষ্ট করে টিউমেন্ট করে জানাবেন।
আমি মোহাম্মাদ শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 166 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মোহাম্মাদ শুভ। নতুন নতুন জিনিস জানতে চাই এবং অন্যকে জানাতে চাই কিন্তু বেশি কিছুই জানি না। আমার ১৪ বছর বয়সে আমার ব্লগিং শুরু করলাম। আমার ব্লগঃ http://MuhammadShuvo.blogspot.com সময় পেলে ঘুরে আসবেন।
আমাদেরঅ্যাড ব্যবহার না করাই ভালো।ক্লিক পড়লেও টাকা দেয় না।