উদ্যোক্তা সৃষ্টির উদ্যোক্তাদের কাছে আবেদন…………

সরকারি এবং বেসরকারিভাবে উদ্যোক্তা সৃষ্টির বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। তন্মধ্যে “চাকরি খুঁজব না চাকরি দিব” ফেসবুক গ্রুপটি নিশ্চয়ই প্রশংসার দাবিদার। নিশ্চিতভাবেই বলা যায়, এ ধরণের উদ্যোগ আমাদের যুব সমাজের জন্য আশির্বাদ স্বরূপ।

প্রারম্ভিক কথাঃ

কোন রকম ভূমিকা ছাড়াই বলছি, কোন ব্যবসা উদ্যোগের প্রধান দু’টি উপাদান,

১। ব্যবসার ধরণ অনুযায়ী দক্ষতা বা দক্ষ জনবল এবং

২। বিনিয়োগ।

আমার আবেদনঃ

এমন অনেক দক্ষ লোক আছে, যারা বিনিয়োগের অভাবে ব্যবসা করতে পারছেনা।

আবার অনেক বিনিয়োগকারি আছেন, যারা দক্ষতা বা আইডিয়ার অভাবে ব্যবসা করতে পারছেনা।

এই দুই পক্ষই একে অপরকে প্রত্যাশা করে। কিন্তু আস্থা বা বিশ্বাসের অভাব ও প্রতারিত হবার ভয়ের কারণে এই দুই পক্ষ সহজে কাছাকাছি আসতে পারেনা।

দুই পক্ষের মধ্যকার উক্ত বাঁধাগুলিকে যদি দূর করা যায়। তাদের মধ্যে যদি আলোচনা-সমঝোতার সুযোগ সৃষ্টি করা যায় এবং মধ্যস্থতাকারি হিসেবে যদি সংশ্লিষ্ট উদ্যোক্তা সৃষ্টিকারি প্রতিষ্ঠাণগুলি (যেমন-“চাকরি খুঁজব না চাকরি দিব”) সাক্ষ্য-প্রমাণের ভূমিকা পালন করে, আমার মনে হয় দেশে অল্প সময়ে অনেক বেশি উদ্যোক্তার সৃষ্টি হবে।

বাংলাদেশ এসোসিয়েশন অফ সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) মাঝে মাঝে বিদেশি বায়ার/ক্লায়েন্ট এবং আমাদের দেশের আইটি কোম্পানিগুলির মধ্যে B2B/Matchmaking প্রোগ্রামের আয়োজন করে। এরকম ধাঁচের Matchmaking প্রোগ্রাম দক্ষ পেশাজীবি এবং বিনিয়োগকারিদের মধ্যে করতে পারলে দেশে অল্প সময়ে প্রচুর ব্যবসা বা উদ্যোগের জন্ম নিবে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠাণগুলির কাছি বিষয়টি বিবেচনার জন্য আবেদন করা হলো।

Level 0

আমি iprocessorbd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai aponi to IDB-BISEW te asen amio ai bar selected holam…..but future ki hote pare aktu bolte paren………………………..parle aktu help korben.