ফেসবুক নিয়ে অনেক ঝামেলায় আছি,একটু সাহায্য দরকার।

এক্সপার্ট ভাইরা একটু এগিয়ে আসুন।

কিছুদিন আগে টিপস অ্যান্ড ট্রিকস বিভাগে Tuner BOss নামের এক প্রতারক একটা একটা টিউন পোস্ট দেয়।

Auto Follower বাড়ানোর লিংক।

এটা সেই লিংক https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/281635

আমি না বুঝেই ওই ফাদ এ পা দিছিলাম। এখন আমার আইডি স্প্যাম হয়ে গিয়েছে।আমি অন্য যেকোনো আইডিতে ঢুকলে সেটা ও স্প্যাম হয়ে যাচ্ছে।তাছাড়া আমি না দিলে ও আমি অনেকের following এ পড়ে যাচ্ছি। বুঝতে পারচি না কি করব! কেউ যদি এই সমস্যা থেকে মুক্তির কোন সমাধান দিতে পারেন খুব খুশি হব।

টেকটিউনস একটা পরিচ্ছন্ন জায়গা।এখানে এমন প্রতারক এর দারা অন্য সবার এত বড় ক্ষতি হবে এটা আশা করা যায় না। আমি টেকটিউনস টিম এর ব্যাপার টা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি।

Level 0

আমি Ashik Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম ওটা আগেই দেখেছিলাম । গ্রিজমাঙ্কি/টেম্পারমাঙ্কি Addon টা Disable/Delete করে দিন । আর সমস্যা হবে না । আপানারা এতই বোকা । জাভাক্রিপ্ট দিয়ে Browser এর কিছু কাজ Automatic ভাবে করা জায় মাত্র । যেমন আপনি ক্রিপ্ট টি Install দিলেন আর আপনার Browser ই আপনার পিছে অন্যদের আইডি Follow করে দিচ্ছে । শুধু Follow ই না ক্রিপ্ট দিয়ে আপনি ইচ্ছা করলে পুরা অ্যাকাউন্ট Control করতে পারবেন । তাই , পরের বার UserScrit Install দেয়ার সময় ভাল ভাবে Source Code টা দেখে নিবেন । প্রয়োজনে Decode করেও Confirm হয়ে নিতে পারেন 🙂

    @তুমুল: তুমুল ভাই আপনি সত্যি ই তুমুল সাহায্য লিখছেন, ধন্যবাদ বস।

অনেক ধন্যবাদ ভাইয়া। অনেক ভুগায়ছে জিনিসটা।অবশেষে বোধ হয় ঠিক হল।
আবার ও অনেক ধন্যবাদ।

হ্যাঁ আসলেই খুব উপকার হইছে…