আমার পিসির ওয়িন্ডুস অপেন হতে ৫ মিনিট লেগে যায় এই বিষয়ে অভিজ্ঞদের সাহায্য চাই।

আমার পিসি সম্পূর্ন রেডি হতে ৫ মিনিট লেগে যায়, এই সমস্যাটি গতকাল থেকে হচ্ছে, এভিজি দিয়ে স্কেন করে কোন ভাইরাস পাইনি, আমি সিক্লিনার এবং অসলজিক বোষ্ট স্পিড ৫.৫.১০ ব্যবহার করি পিসির স্পিড ঠিক রাখার জন্য, এখন এগুলো দিয়ে স্কেন করলেও পিসি অপেন হতে ৫ মিনিট সময়ই লাগে। এই বিষয়ে হার্ডওয়ার গুরুদের সাহায্য চাই।

আমার কনফিগার পি-৪, র‌্যাম ১ জিবি, প্রসেসর ২.৪, হার্ডডিস্ক ৬০ জিবি। ডি ডি আর ওয়ান মাদারবোর্ড মারকুয়ি।

আমার দ্বিতীয় প্রশ্ন এভিজি কেমন এন্টিভাইরাস ?

আমার ৩য় প্রশ্ন একসাথে এভিজি অসলোজিক বোষ্ট স্পিড ও সিক্লিনার ব্যবহারের কারনে পিসি স্লো হয় কিনা ?

কাহারো নিকট এই তিনটি প্রশ্নের উত্তর পেলে কৃতজ্ঞ থাকব।

Level New

আমি rony। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

১। কম্পিউটার চালু করার পর রেডি হতে বেশি সময় নেওয়ার অন্যতম প্রধান কারণ হতে পারে স্টার্টআপ প্রোগ্রাম। Run এ গিয়ে “msconfig” লিখে এন্টার চাপুন। এবার Startup ট্যাব এ ক্লিক করুন। এবং এর মধ্য থেকে যে প্রোগ্রাম গুলো আপনার অপ্রয়োজনীয় মনে হবে সেই গুলো থেকে টিক উঠিয়ে দিয়ে Ok করুন এবং পিসি রিস্টার্ট দিন।
২। সাধারণত নামকরা এন্টিভাইরাস গুলোর মধ্যে কোনোটিই খারাপ না, যদি কিনা আপনি নিয়মিত আপডেট করেন। তাই যে এন্টিভাইরাস হোক না কেন নিয়মিত আপডেট করবেন। আজকাল এন্টিভাইরাস হিসাবে Avast ভালোই সাপোর্ট দিচ্ছে।
৩। এক পিসিতে একসাথে দুটো এন্টিভাইরাস চালানো যায় না। তবে আপনি যে ৩টি সফটওয়্যার এর কথা উল্লেখ করেছেন তার মধ্যে একটি এন্টিভাইরাস এবং অন্য দুটি এন্টিভাইরাস নয়। সুতরাং এতে অসুবিধা হওয়ার কথা না। বরং এন্টিভাইরাস এর পাশাপাশি অন্য যে দুটি সফটওয়্যার এর কথা বললেন তা আপনার কম্পিউটার এর পারফর্মেন্স অনেক ভালো রাখবে।