ফায়ারফক্স এবং কমেট বার্ড এ এড-অন ইন্সটলে সমস্যা

আমি যখনি ফায়ারফক্স অথবা কমেট বার্ড ব্রাউজারে এড-ব্লক বা অন্য কোনো এড-অন ইন্সটল করতে দেই, add to firefox দেবার পরে, এই লেখাটা আসে আর ইন্সটলেশন এরর দেখায়। কেন এমন হচ্ছে? কিভাবে এই ঝামেলা দূর করব? মাঝে মাঝে কিন্তু সমস্যাটি আবার করে না, একটা এড-অন বার বার দিলে অনেক সময় ৩/৪ বারের সময় আর সমস্যা করে না। কিন্তু বেশিরভাগ সময়ই ঝামেলা করে।

প্রব্লেম

Level 2

আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2202 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার এই সমস্যাটি দুটি কারণে হতে পারে – প্রথমত Version এর কারণে । যদি Addons টি যদি Version টিকে সার্পোট না করে তাহলে Install হবে না । আপনি ব্যবহার করছেন কমেট বার্ড । কিন্তু আপনার Screen Shot এ দেখতে পাচ্ছি Addons টি Firefox এর জন্য । আপনি কি নিশ্চিত এই Addons টি কমেট বার্ড কে সার্পোট করে ? অনেক Addons রয়েছে যেগুলো শুধুমাত্র Firefox কে সার্পোট করে ।

দ্বিতীয়ত , আপনার Server এর কারণে হতে পারে । যদি আপনার Sent Command অর্থাৎ আপনি ক্লিক করে যে Command টি পাঠিয়েছেন তা হয়তো ঠিকভাবে Mozilla Server এ পৌছায়নি । আর পৌছে থাকলেও Mozilla Server থেকে Retrive কৃত Addons টি আপনার Server ঠিকভাবে গ্রহণ করতে পারেনি ।

আর আপনি বলেছেন – তিন-চার বার চেষ্টা করার পরে Addons টি Install হয় । এতে মনে হচ্ছে আপনার Server ইন্টারনালগত Problem ! অথবা আপনি Internet Explorer অথবা Opera ব্যবহার করে Addons টি ডাউনলোড করে নিতে পারেন এবং ডাউলোডকৃত XPI ফাইলটিকে Manually ইনষ্টল করতে পারেন ।

আমি IDM দিয়ে ডাউনলোড করে ম্যানুয়াল্লি ইন্সটল দিয়ে দিয়েছি। সাপোর্ট করা নিয়া কোনো সমস্যা নাই।ফায়ারফক্স আর কমেট বার্ড এক ই।