ওয়েব ডিজাইনার ভাইদের নিকট একটি সমস্যার সমাধান চাই জরুরী

আমি নেট থেকে একটি এইচটিএমল টেমপ্লেট নামিয়ে সেটা ইডিট করে ফাইল মেনেজারে গিয়ে টেমপ্লেট আপলোড করেছি সঙ্গে ইমেইজগুলো এবং সিএস এস ফাইলও আপলোড করেছি কিন্তু সাইটটা পূর্নাঙ্গ দেখায় না, ইমেইজগুলো দেখায় না এবং কালারও ভালভাবে দেখায় না, এই সমস্যার সমাধান চাই জরুরী। সাইট লিংকটা দিয়েছি।

amar nichar link ta visit korla somossa ta dekta parben
bdsells.com

Level New

আমি rony। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

আপনি তো মনে হয় ইমেজ ফাইল গুলো ঠিক মতন আপলোড করেননি। আর করলেও তা সঠিক লোকেশানে নেই। যেমন ইমেজ গুলো আপনার টেমপ্লেটের কোড অনুযায়ী img নামের একটি ফোল্ডারের মধ্যে থাকার কথা। সিপ্যানেলে গিয়ে ভালো করে চেক করেন img ফোল্ডারের মধ্যে 1.jpg, 2.jpg এরকম করে কয়েকটা ইমেজ ফাইল থাকবে।
যে কোনো প্রশ্ন বা সহযোগিতার জন্য ভিজিট করতে পারেনঃ helpfulhub.com