ব্লগার ভাইদের নিকট কতিপয় গুরত্বপূর্ণ প্রশ্নের উত্তর চাই

আমি কিউবি প্রিপেইড ব্যবহার করি, এক্ষেত্রে আমার কতিপয় প্রশ্ন।
আমার প্রথম প্রশ্ন যদি আমি মজিলা ব্রাউজারে বিভিন্ন ধরনের ওয়েবসাইট লিংক বুকমার্ক করে রাখি তাহলেকি ব্রাউজিং এ কেবি বেশি কাটবে।
দ্বিতীয় প্রশ্ন হল কোন ধরনের সাইট ব্রাউজ করলে কেবি বেশি কাটে।
তৃত্বীয় প্রশ্ন হল প্রতি এক মিনিটের ভিডিও ডাউনলোড করলে কিউবি কত কেবি কাটে।
চতুর্থ প্রশ্ন হল ইউটুবে ভিডিও প্লে এবং ডাউনলোডে ও আপলোডে কি খরচ সমান।
পঞ্চম প্রশ্ন হল এমন কোন সফটওয়ার আছে যা ইনিষ্টল করলে কেবি কম খরচ হবে।
আমি জানি পাচটি প্রশ্নের উত্তর দিতে একটু কষ্ট হবে যেহেতু আপনার উত্তরে আমার মত আরও অনেকেই উপকৃত হবে সেই বিষয়টি বিবেচনায় এনে হলেও আপনি আমাদের উপকার করতে পারেন। ধন্যবাদ।

Level New

আমি rony। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

১) বুকমার্ক শুধুমাত্র ওয়েব লিংকটি (web address) সংরক্ষণ করে। একটি ওয়েব পেইজ ওপেন করলে ব্রাউজারের এড্রেসবারে (address bar) যে লাইনটি দেখতে পাওয়া যায় শুধু তা-ই বুকমার্ক হিসেবে আপনি সংরক্ষণ করেন যা আপনার হার্ডডিস্কে রাখা হয়। এর সাথে “ব্রাউজিং এ কেবি বেশি কাটা”র কোন সম্পর্ক নেই। আপনি ইচ্ছে করলে ইন্টারনেট ছাড়াও কোন ওয়েব এড্রেস বুকমার্ক করতে পারেন ম্যানুয়ালী ।

২) “সাধারণত” স্থির ছবি, অ্যানিমেশন, ভিডিও সমৃদ্ধ ওয়েব পেইজগুলো বেশি আকৃতির হয়ে থাকে। এগুলো আপনার সামনে উপস্থাপন করতে বেশি ডাটা ট্রান্সফার করা হয়। অর্থাৎ “কেবি বেশি কাটে”।

৩) এটি তুলনামূলক বিষয়। “এক মিনিটের ভিডিও” কয়েকশ কেবি থেকে শুরু করে কয়েকশ এমবি (MB) পর্যন্ত হতে পারে- নির্ভর করছে ভিডিওটির রেজ্যুলিউশন কত। রেজ্যুলিউশন (resolution) হিসেবের সাথে পিক্সেল (pixel) ও সম্পর্কিত। তবে উত্তরের খাতিরে বলছি- “এক মিনিটের ভিডিও” তিন থেকে পাঁচ মেগাবাইট হতে পারে (240p/ 360p).

৪) ইউটিউবে ভিডিও প্লে করার সময় ক্রমাগত ডাটা ট্রান্সফার হতে থাকে যাকে আপনি ডাউনলোড বলতে পারেন। ভিডিওটি স্থায়ীভাবে হার্ডডিস্কে সংরক্ষণ করতে যে পরিমাণ ডাটা ট্রান্সফার হয় তা (সচরাচর) ভিডিও প্লে করার সময়কালীন ডাটা ট্রান্সফারের সমান। ভিডিও আপলোড করার সময় ভিডিও ফাইলটির আকার অনুযায়ী ডাটা ট্রান্সফার হয়। উল্লেখ্য, যদিও এটি “আপলোড” তবুও তা আপনার অ্যাকাউন্ট থেকে কাটা হবে, কেননা আপনি মূলত “ডাটা ট্রান্সফারের” জন্য কিউবি ব্যবহার করেন- তা আপলোড, ডাউনলোড যা-ই হোক।

৫) “কেবি কম খরচ হবে” যদি আপনি “কম কেবি” ডাটা আদান-প্রদান করেন। একটি নির্দিষ্ট ফাইল আদান-প্রদানে যে ডাটা খরচ হবে তা ফাইলটির আকারের সমান। ৫ কেবি’র ফাইল ট্রান্সফার (আপলোড বা ডাউনলোড) করা হলে আপনার অ্যাকাউন্ট থেকে ৫ কেবি কাটা হবে। কোন সফটওয়্যার তা কমাতে পারবে না। তবে ফাইলের আকার ছোট করার জন্য আপনি কমপ্রেশন সফটওয়্যার ব্যবহার করতে পারেন; যেমন – WinZip, WinRAR.
তবে একটা গুরুত্বপূর্ণ জিনিস জানাতে চাই- যথেষ্ট পরিমাণ ওয়েব সাইট রয়েছে যারা তাদের পেইজে বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে থাকে যা (প্রায়শই) ব্যবহারকারীর জন্য অপ্রয়োজনীয় বা অযাচিত। এসব বিজ্ঞাপন (ad) আকার ও প্রকারের দিক থেকে বিভিন্ন রকমের। এসব বিজ্ঞাপন আপনার সামনে উপস্থিত করার জন্য ডাটা ট্রান্সফার করা হয় যা আপনার দৃষ্টিতে “অপচয়”। এধরণের বিজ্ঞাপন ব্লক করতে আপনি মজিলা ব্রাউজারে একটি অ্যাড-অন (Add-on) যোগ করতে পারেন যার নাম Adblock Plus (https://addons.mozilla.org/en-US/firefox/addon/adblock-plus). এটিকে ব্যবহার করে আপনি অযাচিত অ্যাড এবং ছবি ব্লক করে রাখতে পারবেন যা পরবর্তীতে আপনাকে আর দেখানো হবে না। ফলসরূপ উক্ত অ্যাডটি দেখাতে যে ডাটা ট্রান্সফার হতো তা আর হবে না। এভাবে বেশ কিছু ডাটা আপনি বাঁচাতে পারবেন। তবে সবচেয়ে কার্যকর হবে উদ্দেশ্যহীনভাবে ব্রাউজ না করা।

ভাই, আমি সম্ভবত সহজ জিনিসগুলো বেশি বিস্তারিত করে লিখেছি। আশা করি ক্ষমা করবেন।

Level New

Limaj vi k onek dhonnobad, onek kosto korasan