WordPress এ বাংলা টাইপ করার জন্য help দরকার।

আমার একটা wordpress এর সাইট আছে, কিছুদিন আগেই চালু করলাম,

কিন্তু সমস্যা হলো - আমি সাইট এ বাংলা ইন্সটল করেছি এবং তা আমার সাইটেও ভালো ভাবে show করছে। সমস্যাটা হয় যখন কোন পোস্ট অভ্র দিয়ে বাংলাতে লিখতে যাই তখন তা এডিটর এ বাংলাতেই দেখায় কিন্তু পাবলিশ করার পর সেটা আর বাংলাতে দেখায় না। অনেক খোঁজাখুঁজি করলাম। কিন্তু মন মতো কোন সমাধান পেলাম না। এক্ষেত্রে একবার ভাবছিলাম এডিটর এ Unicode এর কোন এডিটর প্লাগিন ব্যবহার করে এটা সমাধান করা যায় কিনা। কিন্তু প্লাগিন ও পেলাম না। যদি কোন wordpress expert এর কাছে এর কোন সমাধান থাকে তাহলে দয়া করে উপায় তা বলুন 🙁 খুব সমস্যায় আছি ।

Level 0

আমি Shurzo। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

একেবারে সাধারণ থাকতে পছন্দ করি, টেকনোলজি নিয়ে ঘাটাঘাটি করতে খুব বেশি ভালো লাগে, ডিজাইন করতে ভালো লাগে .. প্রফেশনালি লোগো ডিজাইন করি .. এন্ড্রয়েড নিয়ে ঘাটাঘাটি করি বেশির ভাগ সময় ...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস