হার্ডডিস্ক সমস্যার সমাধান চাই

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আমার একটা সাহায্য দরকার। প্রায় সপ্তাহ খানেক আগে আমি আমার পিসিতে একটা ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক লাগিয়েছি। হার্ডডিস্কটি ওয়েষ্টার্ন ডিজিটাল ব্রান্ডের। সমস্যা হচ্ছে কম্পিউটার বন্ধ করলে এই হার্ডডিস্ক থেকে কিট করে একটা শব্দ হয়। আগের ১৬০ গিগাবাইট হার্ডডিস্ক থেকে এরকম কোন শব্দ হত না।আগেরটাও ওয়েষ্টার্ন ডিজিটাল ব্রান্ডের ছিল।আমাকে প্লিজ জানান নতুন হার্ডডিস্কের শব্দটা কি সাভাবিক না কোন সমস্যা থেকে হতে পারে।

Level 0

আমি Faisal Molla। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 125 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সবাই আপনাকে Help করবে কিভাবে? আপনি তো Post এর Title ভুল দিয়েছেন……………….

    Level 0

    @সোহাগ সাতক্ষীরা: ভাই help করার ইচ্ছা থাকলে Title এ কিছু আসে যায় না। Title না হয় ভূল দিলাম কিন্তু সমস্যা তো আমার মনে হয় আমি ঠিক ভাবেই বর্ননা করেছি। ধন্যবাদ।

ভাই ,এটা নরমাল । আমার WD blue ৩২০ জিবি তেও এই শব্দ হয় । তবে আমার WD ৫০০ শব্দ করে না । আমি WD blue ৩২০ জিবি তিন বছর ধরে বিনা সমস্যায় ব্যাবহার করছি ।

    Level 0

    @sickboy: ভাই অনেক ধন্যবাদ। খানিকটা টেনশনে ছিলাম। আপনি টেনশন মুক্ত করলেন।