ভাইরাসের প্রকোপে অতিষ্ট! সাহায্য চাই!

ভাইরেস আক্রমনে অতিষ্ট হয়ে গেছি। কয়েকবার হার্ড ডিস্ক পার্টিশন করেছি। সমস্যা হল মেমরি কার্ড গান লোড করার পর মোবাইলে কার্ড ঢুকালে গান দেখায় না কিন্তু মেমরি ইউজ দেখায়। কম্পিউটারে আবার গান দেখায়। মোবাইলে ইমেজ ফাইল দেখায় কিন্তু অডিও ভিডিও দেখায় না। কোনো এন্টিভাইরাসে কাজ করছে না। বাধ্য হয়ে হার্ড ডিস্ক পার্টিশন করেছি। কিন্তু আবার একই সমস্যায় পরেছি। বার বার পার্টিশন করা আর ফাইল কালেক্ট করা খুবই জামেলা । তাই আপনাদের সাহায্য চাই। বুঝতেই পারছেন কতো বিপদে আছি। সাহায্য করেন প্লিজ।

 

 

 

 

Level 0

আমি YUSUF। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাইরাস সমস্যার একমাত্র সমাধান ভালোমানের এন্টিভাইরাস। বাজারে ভালোমানের অনেক এন্টিভাইরাস পাওয়া যায়, যেমন: ক্যস্পারস্কি, নরটন ইত্যাদি। আমি ব্যক্তিগত ভাবে ক্যাস্পাস্কি পছন্দ করি। আপনি ক্যাস্পারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১২ এর অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করুন। এর পর লাইসেন্স এর জন্য আপনার মেইল আইডি দিন আমি ফ্রি পাঠিয়ে দেব, ডাউনলোড করে এক্টিভেট করুন। আপডেট করুন তারপর ফুল স্ক্যান করুন। দেখবেন ভাইরাস থেকে আপনি মূক্ত। কোনো সমস্যা হলে টেকটিউনের মাধ্যমে জানান, সাধ্যমত সমাধান দিতে চেষ্টা করবো।ধন্যবাদ।

    Level 0

    @Mamun: ধন্যবাদ ভাই মামুন! তবে আপনি হয়তো আমার সম্পূর্ন লিখা পরেন নি, অ্যান্টিভাইরাসে কাজ হচ্ছে না।

Level 0

ধন্যবাদ। আমি আপনার পুরো সমস্যা মনোযোগ দিয়েই পড়েছি। আপনার বর্ননা পড়ে যে টুকু ধারনা পেয়েছি তার উপর ভিত্তি করে পরামর্শ দিয়েছি।
আপনার সমস্যা সম্পর্কে আমার ধারনাঃ
১। আপনি পার্টিশন ফরম্যাট করার পর আবার যখন বিভিন্ন ডকুমেন্টস, গান, মুভি বা ইমেজ অন্য কম্পিউটার থেকে আপনার কম্পিউটারে আনেন তখন ভালো মানের এন্টিভাইরাস না থাকায় আবারো ভাইরাসে আক্রান্ত হন।
২। আপনি লিখেছেন “সমস্যা হল মেমরি কার্ড গান লোড করার পর মোবাইলে কার্ড ঢুকালে গান দেখায় না কিন্তু মেমরি ইউজ দেখায়। কম্পিউটারে আবার গান দেখায়। মোবাইলে ইমেজ ফাইল দেখায় কিন্তু অডিও ভিডিও দেখায় না।” এখানে মোবাইলে গান দেখায় না বলতে কি বুঝাতে চেয়েছেন? যদি মোবাইলে গান না চলে কিন্তু ফাইল শো করে তবে বুঝতে হবে আপনি যে ফরমেটের ভিডিও মেমোরিতে উঠিয়েছেন তা আপনার মোবাইল ফোন সাপোর্ট করে না। এরকম হলে আপনার ফোন যে ফরমেটের ফাইল সাপোর্ট করে সেই ফরমেটে কনভার্ট করে দেখুন।
আর সমস্যা ভাইরাস জনিত হলে ক্যাস্পারস্কি ব্যবহার করে দেখতে পারেন (অবশ্যই ডাটাবেজ আপডেট করে) আশা করি সমাধান পাবেন।