অনেক কষ্টে অ্যাডসেন্স পাইলাম । কিন্তু উপার্জন নিয়ে কিছুটা শঙ্কিত । দয়াকরে অভিজ্ঞরা একটু চোখ ভোলাবেন ।

প্রায় এক বছর পর অনেক কষ্টের পরে অ্যাডসেন্স পাইলাম কিন্তু পাওয়ার পর ই দেখা দিল যত সমস্যা ।  আগেই বলে রাখি আমার সাইট টা ব্লগার এ এবং মিউজিক রিলেটেড। প্রথমত সুন্দর দেখে একটা টেম্পলেট বসাইলাম । এবং এই টেম্পলেট বসানোর পর ভিজিটর বাড়তে লাগলো, দিনে ৪০০-৪৫০ জন ভিজিটর আসতে লাগলো । এই টেম্পলেট বসানোর ২ দিন পর ই অ্যাডসেন্স পাইলাম । সবার কাছে অ্যাডসেন্স আনন্দের বিষয় হলেও কিছু প্রবলেমের কারনে আমি খুব ই চিন্তিত । প্রবলেম গুলো হল

১। এই টেম্পলেট বসানোর পর এলেক্সা রেঙ্ক প্রায় এক লাখ পিছাইছে এবং এখনো পিছাইতেছে । 🙁

২। অ্যাডসেন্স এর মধ্যে ২০ টা Crawler errors দেখাচ্ছে । 🙁

৩। এই ৬ দিনে অ্যাডে মাত্র ২ টা ক্লিক পড়ছে । 🙁 এবং তাতে যোগ হইছে  0.21$ ।

৪। আজকে একটা ক্লিক পড়ছে কিন্তু এড হল মাত্র  o.1$ ।

 

গুগল ওয়েবমাস্টারে পেজ স্পীড মাপলে নিচের ছবির মত কিছু এরর আসে ।

 

অ্যাডসেন্স নিয়ে অনেক স্বপ্ন ছিল এখন অভিজ্ঞরা আমার স্বপ্ন পূরণে দয়াকরে একটু সাহায্য করুন । আমার কি করা প্রয়োজন বা কি করলে আমি এইসব বিষয় হতে সমাধান পেতে পারি । অ্যাডসেন্স এর পলিছির জন্য আমার ওয়েবসাইটের লিঙ্কটা এইখানে প্রকাশ করলাম না ।

Level 0

আমি Hafiz Rakib। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

১। এলেক্সা রেঙ্ক নির্ভর করে আপনার সাইটের কত জন ভিজিটর এলেক্সা টুলবার ব্যবহার করে তার উপর। আপনি একা বা আপনার ৩/৪ বন্ধু মিলে এলেক্সা টুলবার উপেন করে বার বার আপনার সাইট ভিজিট করলে এলেক্সা রেঙ্ক একলাখ এর নিচে চলে আসতে পারে।
২। Fix crawler errors এ ক্লিক করে দেখতে পারেন। সমাধান হতে পারে।
৩। বাংলাদেশী বা south asian ভিজিটরদের ক্ষেত্রে CPC সাধারনত $.10 এর কম হয়ে থাকে। ইউ এস বা ইউরোপের ভিজিটর এর ক্ষেত্রে CPC হয় $.50 এর উপর। আপনি এড ভাল ভাবে বসালে ক্লিক বাড়তে পারে।
আর এডসেন্স এ সাধারনত পেজ ভিউ দেখায়, ভিজিটর না। ভিজিটর দেখার জন্য গুগুল এনালাইটিকস ব্যবহার করুন। তাহলে সঠিক ভিজিটর সংখ্যা সহ সাইটের খুটি নাটি তথ্য দেখতে পাবেন।

    @এম, এইচ, মিনহাজ: আমি আনালাইটিক্স ই ব্যাবহার করি । আনালাইটিক্স থেকে ইমেইল দেয়ার পর আমি অ্যাডসেন্স এ এপ্পাই করি ।
    এড ভাল ভাবে কেমনে বসাবো…??
    আমার সাইট টা একটু ঘুরে দেখবেন প্লিজ
    http://www.bdmusicnews.com/

আমি আনালাইটিক্স ই ব্যাবহার করি । আনালাইটিক্স থেকে ইমেইল দেয়ার পর আমি অ্যাডসেন্স এ এপ্পাই করি ।
এড ভাল ভাবে কেমনে বসাবো…??
আমার সাইট টা একটু ঘুরে দেখবেন প্লিজ
http://www.bdmusicnews.com/

    আমার মনে হয় আপনার সাইটে এড গুলো সঠিক বসানো হয় নাই। আপনার সাইটের কন্টেন্ট কালার এর সাথে এড এর কালার এর সামঞ্জস্য কম। আপনার সাইটের কন্টেন্টএর সাথে মিল রেখে এড কালার নির্বাচন করুন যেন ভিজিটর বুঝতে না পারে এটি এড। ভিজিটরদের দৃষ্টি পড়ে এমন জায়গায় এড বসান। মেনুবার এর নীচে এড বসাতে পারেন। তাছাড়া আপনি প্রতি পেইজ এ তিনটি টেক্সট / ইমেজ এড এবং তিনটি লিংক এড বসাতে পারবেন। আপনার সাইটে রয়েছে মাত্র একটি টেক্সট /ইমেজ এড এবং দুটি লিংক এড।

Level New

Good amar site er adsense er click bara bo ki vabe http://www.bdmarket.blogspot.com