adsense চেক নিয়ে বিরাট সমস্যা ইসলামি ব্যাংক জমা রাখছে না

আমি প্রথমে Admin ভাইকে বলব পোস্টা Delete না করার জন্য । সব ভাই প্রতি বলছি সবাই সাহায্য করেন adsense চেক নিয়ে বিরাট সমস্যা ইসলামি ব্যাংক জমা রাখছে না আমি সিলেট থাকি সিলেটের কোন ভাই থাকবে আমাকে তারাতারি জানাবেন । সিলেট ইসলামি ব্যাংক ছাড়া আর কোন ব্যাক চেক জমা রাখে না শোনলাম যদি অন্য কোন ব্যাংক জমা রাখে আমাকে জানাবেন । আর adsense পাওয়া সোনার হরিন Income করা তার চেয়ে কঠিন এখন সবচেয়ে কঠিন চেক নিয়ে বিপদে পরা Income হল টাকা যদি না পাই বাংলাদেশে একটা payment সিস্টেম চেক আর সেটা যদি এখন বন্ধ করে দেয় তা হলে আমরা এখন কি করব ।

Level 0

আমি ansar-koluma। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আমিও চেক পাওয়ার পর বিরাট সমস্যায় পড়েছিলাম.. আমারও চেক ইসলামিক ব্যাংক জমা রাখে নাই…. অনেক দৌড়াদৌড়ি করার পর শেষ পর্যন্ত ন্যাশনাল ব্যাংক এর মাধ্যমে আমি আমার টাকা পেয়েছিলাম… তারপর থেকেই আমার এডসেন্স এর প্রতি আগ্রহ কমে গেল…

Level 0

আমার অভিজ্ঞতা ও একই রকম। তবে ডাচ-বাংলা ব্যাংক এর সাথে।পরে রাগে আর চেকই ভাংগা্ই নি.

Aro khobor

ভাই ডাচ বাংলা ব্যাংক চেক জমা রাখে কি?

Zahid vai@ apne kun city taken R vai tahole akhon ki korbo ami

আমি এর আগেও ঢাকার ইসলামী ব্যাংক থেকে চেক ভাঙ্গিয়েছি। কিনতু এখঙ্ককার অবস্থা জানি না। কারণ Adsense দিয়ে টাকা কামানো প্রফেশনাল না, সে যাই হোক তার চেয়ে বড় কথা আমাদের দেশে শতকরা ৯৯.৯৯ ভাগ ব্যাংকই Google Check গ্রহণ করে না। ঢাকার ইসলামী ব্যাংক ছাড়া আর যেসব ব্যাংকে Adsense Check গ্রহণ করে তার মাঝে , Dhaka Bank, EBL Bank উল্লেখযোগ্য। কিনতু আমি সিলেটের অবস্থা জানি না।

আমি এর আগেও ঢাকার ইসলামী ব্যাংক থেকে চেক ভাঙ্গিয়েছি। কিনতু এখঙ্ককার অবস্থা জানি না। কারণ Adsense দিয়ে টাকা কামানো প্রফেশনাল না, সে যাই হোক তার চেয়ে বড় কথা আমাদের দেশে শতকরা ৯৯.৯৯ ভাগ ব্যাংকই Google Check গ্রহণ করে না। ঢাকার ইসলামী ব্যাংক ছাড়া আর যেসব ব্যাংকে Adsense Check গ্রহণ করে তার মাঝে , Dhaka Bank, EBL Bank, National Bank উল্লেখযোগ্য। কিনতু আমি সিলেটের অবস্থা জানি না

Level 0

ভাই ডাচ বাংলা ব্যাংক চেক জমা রাখে ami e porjonto 16 ti check bhangiyechi. Tobe Dhakai

Level 0

ভাই এডসেন্স এর চেক ভাঙ্গাতে অতিরিক্ত কোন চার্জ দেয়া লাগে আর কত দিন সময় লাগে চেক ভাঙ্গাতে

Everybody Ami ki korbo akhon amake help koren

🙂 আমার গল্পটা একটু অন্য রকম । ২০১১ এর মে মাসে প্রথম চেক পাই আমি । সমস্থ খুলনা শহড় ঘুরে শেষে EXIM ব্যাংক । এক কথায়ই একাউন্ট করে ৩ দিন পরে চেক জমা করে নিল । ওদের ব্যাবহার এতটা ভালো যে আপনি ভাবতেই পারবেন না ব্যাংকের সার্ভিস এত ভালো হয় কি করে । দৈনিক কোটি কোটি টাকার লেন-দেন করা ওরা হাসিমুখে । কোন ভিড় নেই, টেবিলে গ্রাহকের চাপ নেই । ছিম-ছাম নিড়িবিলি কাজ করছে সবাই । (ওদের সার্ভিস এত ভালো যে ওদের বিজ্ঞাপন না দিয়ে পারলাম না) । এটা খুলনা EXIM ব্যাংকের গল্প । EXIM ব্যাংকের অন্যান্য শাখার কথা জানিনা । আপনি আপনার স্থানীয় ব্যাংকে যোগাযোগ করতে পারেন । খুলনা EXIM ব্যাংকের রেফাঃ দেবেন প্রয়োজনে । বলবেন ডিটেল না জানলে খুলনা EXIM ব্যাংকের “মোঃ মইনুল ইসলাম” সাহেবের সাথে অথবা “মিঃ আকরাম” এর সাথে কথা বলে শুনে নিতে ।
পুনশ্চঃ আমার চাকরীর বদলী জনিত কারনে বর্তমানে আমি ব্যাংক থেকে ১০০ কিঃমি দুরে। এখন আমি লোক মারফত ওদের কাছে চেক পাঠিয়ে দিই, ওরাই আমার হয়ে আমার একাউন্টে চেক জমা করে দেয় ।

    Level 0

    @Aowlad Hossain:
    ভাই আমি ও খুলনা থাকি দেখি তাগে চেক আসুক তার পরে দেখা যাবে

Aowlad Hossain vai@ Exim Bank cheque joma por ko din somoy lage tk aste