কোন টা ভালো হতে পারে? (এক্সটারনাল হার্ড ডিস্ক)

একটা এক্সটারনাল হার্ড ডিস্ক কিনবো ভাবছি, কারন অনেক সফটওয়্যার, গান , মুভ  সিডি করে রেখেছি। সিডি গুলো দেখছি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আমার এতদিনের কালেকশন গুলো হার্ড ডিস্ক এ রাখতে হবে। তাই আপনাদের মতামত চাই কোন টা কিনলে ভালো হবে। মোটামুটি 1TB র একটা কিনবো।(Seagate , Transcend, WD My Passport,Adata HV610 ,Buffalo ) প্লীজ হেল্প  করুন।

Level 0

আমি বিশ্বজিৎ রায়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 170 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

পোর্টেবল হার্ডডিক্স এ পারমানেন্ট ডাটা না রাখাই ভালো, তার থেকে WD er ১ টেরাবাইট একটা কিনে ফেলুন।
তা না হলে WD My Passport

    Level 0

    @Anwar: ধন্যবাদ কমেন্ট করার জন্য, কিন্তু আপনি যে গুলোর কথা লিখেছেন সেগুলোও তো পোর্টেবল হার্ড ডিস্ক

      Level 0

      @bisukgp: Western Digital er Caviar Black অথবা Blue,
      Black er price besi, but bule kharap na.

ভাল হয় ল্যাপটপের একটা ভাল দেখে ইন্টারনাল HDD কিনে নেন। এটাকেই পোর্টেবল হিসেবে ইউস করতে পারবেন। ইউএসবি পোর্ট সহ কভার লাগাতে ২০০ টাকার মত পড়বে।

Level 0

আমিও একটা নিতে চাই ৫০০ জিবি এক্সটারনাল হার্ডডিস্ক…কারো যদি অভিজ্ঞতা থাকে তাহলে কোনটা ভাল হবে এবং দাম সহ জানান।