আমার পিসির ভাইরাস যাচ্ছে না এই বিষয়ে জরুরী হেল্প চাই

আমার পিসির ডেস্কটপে (windows script host) নামে কয়েকটি ফোল্ডার বার বার এসে থাকে, ফোল্ডারে (ok) বাটন আছে সেখানে ক্লিক করলে আবার আসে, এভাষ্ট, এজিপি এবং বর্তমানে কেস্পারস্কি তিন মাসের লাইসেন্স ডাউনলোড করে সেটা দিয়ে স্কেন দিয়েছি কিন্তু কোন কাজ হয় না এই বিষয়ে বিচক্ষণ ব্লগার ভাইদের নিকট জরুরী পরামর্শ চাই। আমি এ্যাডের ইমেইজ হিসাবে ভাইরাস ফোল্ডারটি ব্যবহার করেছি একটু দেখতে পারেন।

Level New

আমি rony। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমার কাছে একটি সফটওয়ার আছে যা দিয়ে আপনি আপনার ভাইরাস দূর করতে পারবেন কিন্তু এটি বব্যহার করার পর আপনার কম্পিউটারে ব্যাকাপে থাকা কোন সফটওয়ার কাজ করবে না। আমার প্রস্তাবে রাজি হলে আপনার ইমেইল এড্রেস দিন।

ভাইজান সম্পুর্ন হার্ডডিস্ক ফরমেট মারেন সব ভাইরাস চলে যাবে হা হা হা………………….