আমার পিসির স্পিড অনেক কমে গেছে এই বিষয়ে বিচক্ষণ ব্লগারদের নিকট সাহায্য চাই

আমার পিসির স্পিড অনেক কমে গেছে এই বিষয়ে বিচক্ষণ ব্লগারদের নিকট সাহায্য চাই

মোবাইল মেমোরী কার্ডে আমার পিসি থেকে কার্ড রিডার দিয়ে সেন্ড দিলে মাত্র এক জিবি ফাইল ট্রেন্সফার হতে সময় লাগে প্রায় ১৫ মিনিট আবার মেমোরী কার্ড থেকে আমার পিসিতে সেন্ড দিলেও একই সময় লাগে। টেরা কপি দিয়েও একই অবস্থা। পিসি হল পেন্টিয়াম-৪, র‌্যাম-১জিবি, প্রসেসর ইন্টেল-২.৮, মাদারবোর্ড ইন্টেল, আর আমি এভাষ্ট-৮ ফ্রি ভারসন ব্যাবহার করে থাকি। আমি জুম নেট ইউজ করি। এই বিষয়ে বিচক্ষন ব্লগার ভাইদের নিকট সাহায্য চাচ্ছি।

Level New

আমি rony। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার মনে হয় এভাস্ট ৮ এন্টিভাইরাস আপনার পিসি স্লো হবার কারন তার কারন হলো এভাস্ট ৮ এন্টিভাইরাস ইন্সটল করে আমার পিসিও স্লো হয়ে গিয়েছিল তাই এইটা বাদ দিয়া ইসেট এন্টিভাইরাস ইউজ করেন পিসি একটুও স্লো হবেনা আর তাছাড়া পিসিতে অনেক দিন ধরে জমে থাকা জাঙ্ক ফাইল জমে থাকলেও পিসি স্লো হতে পারে তাই পিসির জাঙ্ক ফাইল দুর করতে CCleaner ইউজ করে দেখতে পারেন তাতে ভাল ফল পাবেন …

    @Md Al-amin Khan: কিছু মনে করবেন না, আমি আপনার সাথে একমত হতে পারলাম না। কারন আমার অভিজ্ঞতা বলে, পিসিকে Slow করে না এমন অন্যতম একটা antivirus হল Avast.

    আপনার পিসি avast-এর জন্য বোধহয় slow হয়নি, অন্য কোন কারনে হয়েছে।
    তবে CCleaner ব্যবহার একটি ভাল উপায় হতে পারে।

    SpeedGear টা পিসিকে বেশ fast করবে…
    লিঙ্কঃ http://download.cnet.com/Speed-Gear/3000-7513_4-28403.html

    ধন্যবাদ…